সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১৪ টাকা

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১৪ টাকা। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও আজ দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গতকাল পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা। আর প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।

নতুন দামের বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, বিশ্ব বাজারে দাম কমায় দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল (আজ) থেকে এই দাম কার্যকর হবে। তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতন যদি অব্যাহত থাকলে আগামীতেও এর সুফল ভোক্তারা পাবে।

এর আগে গত ৯ জুন আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের কারণ দেখিয়ে সয়াবিনের দাম বাড়িয়ে প্রতি লিটার ২০৫ টাকা নির্ধারণ করেন ব্যবসায়ীরা। গত মে মাসে যা ছিল ১৯৮ টাকা লিটার। রোজার আগে ভোজ্যতেল আমদানি, উৎপাদন ও সরবরাহ পর্যায়ে দুই দফা মূল্য সংযোজন কর কমায় সরকার মার্চে সয়াবিনের লিটার ছিল ১৬০ টাকা এবং গত ফেব্রুয়ারিতে যা ছিল ১৬৮ টাকা। ২০২১ সালের অক্টোবরে এ দাম ছিল ১৬০ টাকা। একই বছরের সেপ্টেম্বরে ছিল ১৫৩ এবং মে মাসে দাম ছিল ১৪১ টাকা।

ভোজ্যতেলের বাজারে অস্থিরতা শুরু হয় ২০২০ সালের শেষ দিকে। করোনার প্রকোপে বিশ্ববাজারের পাশাপাশি দেশি নিত্যপণ্যের বাজারেও অস্থিরতা দেখা দেয়। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বৈশ্বিক পণ্যবাজারে আরও উত্থান ঘটায়।

বিশ্বে সূর্যমুখী তেলের চাহিদার এক-তৃতীয়াংশ জোগান দেয় রাশিয়া-ইউক্রেন। সূর্যমুখী তেলের সরবরাহ বন্ধ হওয়ায় চাপ পড়ে প্রধান দুটি ভোজ্যতেল পাম ও সয়াবিনের ওপর। অন্যদিকে গত এপ্রিলের শেষ দিকে ইন্দোনেশিয়া সয়াবিনের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় এ চাপ আরও রেড়ে যায়। এছাড়া আর্জেন্টিনাও রপ্তানি সীমিত করায় অস্থিরতা আরও বেড়ে যায়। তবে গত দুই মাসের ব্যবধানে বিশ^বাজারে সয়াবিন তেলের দামে বড় ধস নামায় রান্নার তেলের দামও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের বাজারে এক দফায় লিটারপ্রতি ৬ টাকা কমলেও আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ কমেছে সে তুলনায় তা অনেক কম। শীঘ্রই দাম কমছে কিনা বা কবে কমবে সে বিষয়ে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না।

সোমবার, ১৮ জুলাই ২০২২ , ০৩ শ্রাবণ ১৪২৯ ১৯ জিলহজ ১৪৪৩

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১৪ টাকা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১৪ টাকা। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও আজ দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গতকাল পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা। আর প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।

নতুন দামের বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, বিশ্ব বাজারে দাম কমায় দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল (আজ) থেকে এই দাম কার্যকর হবে। তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতন যদি অব্যাহত থাকলে আগামীতেও এর সুফল ভোক্তারা পাবে।

এর আগে গত ৯ জুন আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের কারণ দেখিয়ে সয়াবিনের দাম বাড়িয়ে প্রতি লিটার ২০৫ টাকা নির্ধারণ করেন ব্যবসায়ীরা। গত মে মাসে যা ছিল ১৯৮ টাকা লিটার। রোজার আগে ভোজ্যতেল আমদানি, উৎপাদন ও সরবরাহ পর্যায়ে দুই দফা মূল্য সংযোজন কর কমায় সরকার মার্চে সয়াবিনের লিটার ছিল ১৬০ টাকা এবং গত ফেব্রুয়ারিতে যা ছিল ১৬৮ টাকা। ২০২১ সালের অক্টোবরে এ দাম ছিল ১৬০ টাকা। একই বছরের সেপ্টেম্বরে ছিল ১৫৩ এবং মে মাসে দাম ছিল ১৪১ টাকা।

ভোজ্যতেলের বাজারে অস্থিরতা শুরু হয় ২০২০ সালের শেষ দিকে। করোনার প্রকোপে বিশ্ববাজারের পাশাপাশি দেশি নিত্যপণ্যের বাজারেও অস্থিরতা দেখা দেয়। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বৈশ্বিক পণ্যবাজারে আরও উত্থান ঘটায়।

বিশ্বে সূর্যমুখী তেলের চাহিদার এক-তৃতীয়াংশ জোগান দেয় রাশিয়া-ইউক্রেন। সূর্যমুখী তেলের সরবরাহ বন্ধ হওয়ায় চাপ পড়ে প্রধান দুটি ভোজ্যতেল পাম ও সয়াবিনের ওপর। অন্যদিকে গত এপ্রিলের শেষ দিকে ইন্দোনেশিয়া সয়াবিনের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় এ চাপ আরও রেড়ে যায়। এছাড়া আর্জেন্টিনাও রপ্তানি সীমিত করায় অস্থিরতা আরও বেড়ে যায়। তবে গত দুই মাসের ব্যবধানে বিশ^বাজারে সয়াবিন তেলের দামে বড় ধস নামায় রান্নার তেলের দামও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের বাজারে এক দফায় লিটারপ্রতি ৬ টাকা কমলেও আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ কমেছে সে তুলনায় তা অনেক কম। শীঘ্রই দাম কমছে কিনা বা কবে কমবে সে বিষয়ে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না।