আজ সংসদের বাদল অধিবেশনে অনুষ্ঠিত হবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন

আজ ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ জাতীয় সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন সকালে সংসদের ভোটকেন্দ্রে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যরা ভোট দেবেন। এজন্য ইতোমধ্যে সব রকম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ২১ জুলাই হবে ভোট গণনা।

ভারতীয় সংবিধান অনুয়ায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে একক ভোটদানের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব মেনে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪৮০৯ জন জনপ্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে যেমন পার্লামেন্টের দুই কক্ষের নির্বাচিত সদস্য এবং দিল্লি ও পুদুচেরির পাশাপাশি সমস্ত রাজ্যের আইনসভার সদস্যরা রয়েছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়ার জন্য নিজ দলের জনপ্রতিনিধিদের চাপ দেয়া বা হুইপ জারি করা যাবে না বলে ইতোপূর্বে জাতীয় নির্বাচন কমিশন থেকে নোটিশ জারি করা হয়েছে। রাষ্ট্র্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বাদল অধিবেশনে ক্যান্টনমেন্ট বিল এবং মাল্টিস্টেট কো-অপারেটিভ সোসাইটি বিলসহ মোট ২৪টি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার।

সোমবার, ১৮ জুলাই ২০২২ , ০৩ শ্রাবণ ১৪২৯ ১৯ জিলহজ ১৪৪৩

আজ সংসদের বাদল অধিবেশনে অনুষ্ঠিত হবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন

দীপক মুখার্জী, কলকাতা

আজ ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ জাতীয় সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন সকালে সংসদের ভোটকেন্দ্রে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যরা ভোট দেবেন। এজন্য ইতোমধ্যে সব রকম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ২১ জুলাই হবে ভোট গণনা।

ভারতীয় সংবিধান অনুয়ায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে একক ভোটদানের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব মেনে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪৮০৯ জন জনপ্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে যেমন পার্লামেন্টের দুই কক্ষের নির্বাচিত সদস্য এবং দিল্লি ও পুদুচেরির পাশাপাশি সমস্ত রাজ্যের আইনসভার সদস্যরা রয়েছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়ার জন্য নিজ দলের জনপ্রতিনিধিদের চাপ দেয়া বা হুইপ জারি করা যাবে না বলে ইতোপূর্বে জাতীয় নির্বাচন কমিশন থেকে নোটিশ জারি করা হয়েছে। রাষ্ট্র্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বাদল অধিবেশনে ক্যান্টনমেন্ট বিল এবং মাল্টিস্টেট কো-অপারেটিভ সোসাইটি বিলসহ মোট ২৪টি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার।