অভিযোগের শুনানি করবে জাতীয় ভোক্তা অধিকার

রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ঢাকার কমলাপুর স্টেশনে অবস্থানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের বিষয়ে আগামী বুধবার শুনানি করবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুনানির জন্য রেলওয়ের ই-টিকেটিং পার্টনার সহজ ডট কম, ট্রানজেকশন পার্টনার বিকাশকে ডেকেছে সংস্থাটি।

এ বিষয়ে গতকাল মুঠোফোনে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) হাসানুজ্জামান সংবাদকে বলেন, ‘রেলওয়ের টিকেট নিয়ে অভিযোগের আবেদনের ভিত্তিতে আগামী ২০ জুলাই সকাল ১০টায় একটি শুনানি করা হবে। এতে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদের ডাকা হবে। এরা হলেনÑ রেলওয়ের ই-টিকেটিং পার্টনার সহজ ডট কম এবং বিকাশ।’ এর সঙ্গে যদি রেলওয়ে সম্পৃক্ত পাওয়া যায় তাহলে তাদেরও ডাকা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেন, ‘আমাকে বলেছে শীঘ্রই শুনানি হবে। আপনাদের মাধ্যমে জানলাম সেটি বুধবার। দেখা যাক, কী ব্যবস্থা নেয়। আমি সে অনুযায়ী পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব।’

রেলওয়ের সামগ্রিক অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে ৬ দফা দাবি নিয়ে গত ৭ জুলাই থেকে একক অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তিনি ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী।

সোমবার, ১৮ জুলাই ২০২২ , ০৩ শ্রাবণ ১৪২৯ ১৯ জিলহজ ১৪৪৩

অভিযোগের শুনানি করবে জাতীয় ভোক্তা অধিকার

নিজস্ব বার্তা পরিবেশক

রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ঢাকার কমলাপুর স্টেশনে অবস্থানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের বিষয়ে আগামী বুধবার শুনানি করবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুনানির জন্য রেলওয়ের ই-টিকেটিং পার্টনার সহজ ডট কম, ট্রানজেকশন পার্টনার বিকাশকে ডেকেছে সংস্থাটি।

এ বিষয়ে গতকাল মুঠোফোনে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) হাসানুজ্জামান সংবাদকে বলেন, ‘রেলওয়ের টিকেট নিয়ে অভিযোগের আবেদনের ভিত্তিতে আগামী ২০ জুলাই সকাল ১০টায় একটি শুনানি করা হবে। এতে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদের ডাকা হবে। এরা হলেনÑ রেলওয়ের ই-টিকেটিং পার্টনার সহজ ডট কম এবং বিকাশ।’ এর সঙ্গে যদি রেলওয়ে সম্পৃক্ত পাওয়া যায় তাহলে তাদেরও ডাকা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেন, ‘আমাকে বলেছে শীঘ্রই শুনানি হবে। আপনাদের মাধ্যমে জানলাম সেটি বুধবার। দেখা যাক, কী ব্যবস্থা নেয়। আমি সে অনুযায়ী পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব।’

রেলওয়ের সামগ্রিক অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে ৬ দফা দাবি নিয়ে গত ৭ জুলাই থেকে একক অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তিনি ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী।