আমাদের গর্ব

নানা উৎকণ্ঠা, প্রতিকূলতা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাড়ি চলছে সপ্নের সেতুতে। যে সেতু দৃঢ়ভাবে সংযোগ স্থাপন করেছে নদীর এপারের মানুষের সঙ্গে ওপারের মানুষের। কষ্ট লাঘব করেছে, সহজ করেছে যোগাযোগ ব্যবস্থা, উন্মোচন করেছে শিল্পায়নের দ্বার।

বিশ্ব দরবারে আমাদের সক্ষমতার জানান দিয়েছে, বাড়িয়েছে সাহস, শিখিয়েছে অসাধ্য সাধন করতে, উন্মুক্ত করেছে উন্নয়নের পথ। প্রতিটি মানুষের প্রত্যেকটি ঘামের ফোটার এক জলন্ত প্রতিচ্ছবি, যার দৃষ্টিনন্দন কাঠামো বিমোহিত করেছে সবাইকে। সঙ্গে সঙ্গে নদীর সৌন্দর্য বৃদ্ধি করেছে। পদ্মা সেতু আমদের গর্বের সেতু।

হুমায়ুন বিন বাসার

সোমবার, ১৮ জুলাই ২০২২ , ০৩ শ্রাবণ ১৪২৯ ১৯ জিলহজ ১৪৪৩

আমাদের গর্ব

নানা উৎকণ্ঠা, প্রতিকূলতা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাড়ি চলছে সপ্নের সেতুতে। যে সেতু দৃঢ়ভাবে সংযোগ স্থাপন করেছে নদীর এপারের মানুষের সঙ্গে ওপারের মানুষের। কষ্ট লাঘব করেছে, সহজ করেছে যোগাযোগ ব্যবস্থা, উন্মোচন করেছে শিল্পায়নের দ্বার।

বিশ্ব দরবারে আমাদের সক্ষমতার জানান দিয়েছে, বাড়িয়েছে সাহস, শিখিয়েছে অসাধ্য সাধন করতে, উন্মুক্ত করেছে উন্নয়নের পথ। প্রতিটি মানুষের প্রত্যেকটি ঘামের ফোটার এক জলন্ত প্রতিচ্ছবি, যার দৃষ্টিনন্দন কাঠামো বিমোহিত করেছে সবাইকে। সঙ্গে সঙ্গে নদীর সৌন্দর্য বৃদ্ধি করেছে। পদ্মা সেতু আমদের গর্বের সেতু।

হুমায়ুন বিন বাসার