টিকটক নামক সামাজিক ব্যাধি

ক্রিয়েটিভিটির পরিবর্তে টিকটক পরিণত হয়েছে সামাজিক ব্যাধিতে। সম্প্রতি কয়েকটি টিকটক দুর্ঘটনা এরই সংকেত দিচ্ছে। নোয়াখালী চাটখিলে টিকটকের মতো ফাঁসির অভিনয় করতে গিয়ে সানজিদা আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আবার ১১ জুলাই কুমিল্লা লাকসাম-চাঁদপুর রেলপথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে টিকটকের নাচের অভিনয় করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পা পিছলে পড়ে ছয় টুকরো হলো মেহেদী হাসান (১৫) নামে এক কিশোর।

এছাড়া রাস্তায় বাইক চালানোর সময় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে অসংখ্য দুর্ঘটনার চিত্র দেখা গেছে। টিকটক বানাতে গিয়ে পানিতে রকেট ঝাপ দিয়ে চির বিদায় নিলেন মোহাম্মদ মুস্তাকিম নামের এক যুবক। বিভিন্ন সময়ে প্রাইভেট কারে টিকটক করার সময় দুর্ঘটনা, লিফটে টিকটক করার সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু, চলন্ত ট্রেনের সামনে টিকটক করার সময় দুর্ঘটনা, উঁচু টাওয়ার থেকে পড়ে টিকটকারের মৃত্যু-এমন অসংখ্য দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এমনকি টিকটকে মেয়ে সেজে অভিনয় করা ছেলে বাস্তব জীবনে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের মজা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতেও দেখা গিয়েছে।

বর্তমান প্রজন্মের শিশুরা টিকটকের অনুসরণ করতে গিয়ে টিকটক প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছে। টিকটক এর মাধ্যমে অশ্লীলতা চর্চা বেড়ে গেছে। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সে দেখা দিয়েছে সামাজিক অবক্ষয়ও। তাই টিকটক নামক সামাজিক ব্যাধি ও দুর্ঘটনা রোধে এখনই সরকারের কঠোর নীতিমালা প্রয়োজন। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

আফিয়া সুলতানা একা

সোমবার, ১৮ জুলাই ২০২২ , ০৩ শ্রাবণ ১৪২৯ ১৯ জিলহজ ১৪৪৩

টিকটক নামক সামাজিক ব্যাধি

ক্রিয়েটিভিটির পরিবর্তে টিকটক পরিণত হয়েছে সামাজিক ব্যাধিতে। সম্প্রতি কয়েকটি টিকটক দুর্ঘটনা এরই সংকেত দিচ্ছে। নোয়াখালী চাটখিলে টিকটকের মতো ফাঁসির অভিনয় করতে গিয়ে সানজিদা আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আবার ১১ জুলাই কুমিল্লা লাকসাম-চাঁদপুর রেলপথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে টিকটকের নাচের অভিনয় করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পা পিছলে পড়ে ছয় টুকরো হলো মেহেদী হাসান (১৫) নামে এক কিশোর।

এছাড়া রাস্তায় বাইক চালানোর সময় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে অসংখ্য দুর্ঘটনার চিত্র দেখা গেছে। টিকটক বানাতে গিয়ে পানিতে রকেট ঝাপ দিয়ে চির বিদায় নিলেন মোহাম্মদ মুস্তাকিম নামের এক যুবক। বিভিন্ন সময়ে প্রাইভেট কারে টিকটক করার সময় দুর্ঘটনা, লিফটে টিকটক করার সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু, চলন্ত ট্রেনের সামনে টিকটক করার সময় দুর্ঘটনা, উঁচু টাওয়ার থেকে পড়ে টিকটকারের মৃত্যু-এমন অসংখ্য দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এমনকি টিকটকে মেয়ে সেজে অভিনয় করা ছেলে বাস্তব জীবনে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের মজা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতেও দেখা গিয়েছে।

বর্তমান প্রজন্মের শিশুরা টিকটকের অনুসরণ করতে গিয়ে টিকটক প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছে। টিকটক এর মাধ্যমে অশ্লীলতা চর্চা বেড়ে গেছে। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সে দেখা দিয়েছে সামাজিক অবক্ষয়ও। তাই টিকটক নামক সামাজিক ব্যাধি ও দুর্ঘটনা রোধে এখনই সরকারের কঠোর নীতিমালা প্রয়োজন। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

আফিয়া সুলতানা একা