শেয়ারবাজারে বড় পতন, সূচক নামলো দুই মাস আগের অবস্থানে

ঈদের পর পঞ্চম কার্যদিবস গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে বড় পতন হয়েছে। শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দুই মাস আগের অবস্থানে নেমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৭.৩৯ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬.৮৯ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি এক মাস ২৩ দিন বা ৩৬ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম অবস্থানে নেমেছে। এর আগে চলতি বছরের ২৫ মে সূচকটি গতকালকের চেয়ে কম বা ছয় হাজার ১৮৭.৮৪ পয়েন্টে অবস্থান করেছিল। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৬১ পয়েন্ট বা ১.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭২ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৯.৬৩ পয়েন্টে এবং দুই হাজার ২৩৫.৮৩ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭৮ কোটি ২০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির বা ৩.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৫৮টির বা ৯৩.৭২ শতাংশের এবং ১২টির বা ৩.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪২.৫৭ পয়েন্ট বা ১.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮০.৯৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। গতকাল সিএসইতে ১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫৮টির বা ৯৩.৭২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২ শতাংশ, সালভো কেমিক্যালের ২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.৯৯ শতাংশ, রহিমা ফুডের ১.৯৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ১.৯৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১.৯৯ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১২টির বা ৩.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টপটেন গেইনার তালিকায় স্থান পেয়েছে মাত্র ৮টি কোম্পানি। এদিন কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৮.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০০.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ২.১৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ , ০৪ শ্রাবণ ১৪২৯ ২০ জিলহজ ১৪৪৩

শেয়ারবাজারে বড় পতন, সূচক নামলো দুই মাস আগের অবস্থানে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

ঈদের পর পঞ্চম কার্যদিবস গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে বড় পতন হয়েছে। শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দুই মাস আগের অবস্থানে নেমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৭.৩৯ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬.৮৯ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি এক মাস ২৩ দিন বা ৩৬ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম অবস্থানে নেমেছে। এর আগে চলতি বছরের ২৫ মে সূচকটি গতকালকের চেয়ে কম বা ছয় হাজার ১৮৭.৮৪ পয়েন্টে অবস্থান করেছিল। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৬১ পয়েন্ট বা ১.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭২ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৯.৬৩ পয়েন্টে এবং দুই হাজার ২৩৫.৮৩ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭৮ কোটি ২০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির বা ৩.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৫৮টির বা ৯৩.৭২ শতাংশের এবং ১২টির বা ৩.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪২.৫৭ পয়েন্ট বা ১.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮০.৯৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। গতকাল সিএসইতে ১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫৮টির বা ৯৩.৭২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২ শতাংশ, সালভো কেমিক্যালের ২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.৯৯ শতাংশ, রহিমা ফুডের ১.৯৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ১.৯৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১.৯৯ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১২টির বা ৩.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টপটেন গেইনার তালিকায় স্থান পেয়েছে মাত্র ৮টি কোম্পানি। এদিন কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৮.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০০.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ২.১৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।