পাহাড়ে অশান্তি

মাটিরাঙ্গায় গোলাগুলিতে একজন নিহত কাপ্তাইয়ে গুলিবিনিময়

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুইপক্ষের গোলাগুলি একজন নিহত হয়েছে। তার নাম উত্তম কুমার ত্রিপুরা (২৫)। এই ঘটনায় আহত হয়েছে একজন। গতকাল সকাল (আনুমানিক সাড়ে ৫টা) মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গার উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়া এলাকায় দুই অঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নে একটি গোষ্ঠীর মদদ পুষ্ট দলের হামলায় উত্তম ত্রিপুরা নামে একজন ইউপিডিএফ সমর্থক নিহত ও একজন সদস্য আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারী খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, একটি গোষ্ঠীর মদদপুষ্ট সন্ত্রাসীদের ৬ জনের একটি দল মাটিরাঙ্গা উপজেলার ১নং তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় সুনীল ত্রিপুরার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে তার ছেলে উত্তম ত্রিপুরা ঘটনাস্থলে নিহত ও চিগনচিজি চাকমা (২৪) নামে ইউপিডিএফের এক কর্মী আহত হন। আহত ইউপিডিএফ সদস্যের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন ১নং লোগাং ইউনিয়নে ধুধুকছড়া গ্রামে।

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ , ০৪ শ্রাবণ ১৪২৯ ২০ জিলহজ ১৪৪৩

পাহাড়ে অশান্তি

মাটিরাঙ্গায় গোলাগুলিতে একজন নিহত কাপ্তাইয়ে গুলিবিনিময়

নিজস্ব বার্তা পরিবেশক পার্বত্য অঞ্চল

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুইপক্ষের গোলাগুলি একজন নিহত হয়েছে। তার নাম উত্তম কুমার ত্রিপুরা (২৫)। এই ঘটনায় আহত হয়েছে একজন। গতকাল সকাল (আনুমানিক সাড়ে ৫টা) মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গার উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়া এলাকায় দুই অঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নে একটি গোষ্ঠীর মদদ পুষ্ট দলের হামলায় উত্তম ত্রিপুরা নামে একজন ইউপিডিএফ সমর্থক নিহত ও একজন সদস্য আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারী খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, একটি গোষ্ঠীর মদদপুষ্ট সন্ত্রাসীদের ৬ জনের একটি দল মাটিরাঙ্গা উপজেলার ১নং তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় সুনীল ত্রিপুরার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে তার ছেলে উত্তম ত্রিপুরা ঘটনাস্থলে নিহত ও চিগনচিজি চাকমা (২৪) নামে ইউপিডিএফের এক কর্মী আহত হন। আহত ইউপিডিএফ সদস্যের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন ১নং লোগাং ইউনিয়নে ধুধুকছড়া গ্রামে।