পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে শেয়ারবাজার

পতনের ধারাবাহিকতা গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের বড় পতনের পাশাপাশি অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে। কমেছে টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন সাড়ে ১৫ মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৭১ পয়েন্ট বা ১.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৩.১৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৫৭ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট বা ১.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৮.০৫ পয়েন্টে এবং দুই হাজার ২১৩.২৩ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার। ডিএসইর গতকালের লেনদেন এক বছর তিন মাস ১৪ দিন বা ৩০৯ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল গতকালের চেয়ে কম অর্থাৎ ২৩৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টির বা ৫.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৪৪টির বা ৯০.০৫ শতাংশের এবং ১৭টির বা ৪.৪৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১৪.১২ পয়েন্ট বা ১.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ০৬৬.৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। গতকাল সিএসইতে ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪৪টির বা ৯০.০৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস বিডি ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৬৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি ল্যাম্পস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ২ শতাংশ, রহিমা ফুডের ১.৯৯ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.৯৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ, সি পার্লের ১.৯৯ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২১টির বা ৫.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস লেনদেন শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৫.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৯ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৩.৭০ টাকা বা ৭.৮১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ৫.৮৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৪.৫২ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪.০১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৫৬ শতাংশ, ওয়াইম্যাক্সের ১.৫৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১.৪৪ শতাংশ, বার্জার পেইন্টসের ০.৯৯ শতাংশ এবং ঢাকা ব্যাংকের শেয়ার দর ০.৭৫ শতাংশ কমেছে।

বুধবার, ২০ জুলাই ২০২২ , ০৫ শ্রাবণ ১৪২৯ ২১ জিলহজ ১৪৪৩

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে শেয়ারবাজার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

পতনের ধারাবাহিকতা গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের বড় পতনের পাশাপাশি অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে। কমেছে টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন সাড়ে ১৫ মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৭১ পয়েন্ট বা ১.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৩.১৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৫৭ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট বা ১.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৮.০৫ পয়েন্টে এবং দুই হাজার ২১৩.২৩ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার। ডিএসইর গতকালের লেনদেন এক বছর তিন মাস ১৪ দিন বা ৩০৯ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল গতকালের চেয়ে কম অর্থাৎ ২৩৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টির বা ৫.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৪৪টির বা ৯০.০৫ শতাংশের এবং ১৭টির বা ৪.৪৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১৪.১২ পয়েন্ট বা ১.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ০৬৬.৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। গতকাল সিএসইতে ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪৪টির বা ৯০.০৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস বিডি ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৬৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি ল্যাম্পস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ২ শতাংশ, রহিমা ফুডের ১.৯৯ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.৯৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ, সি পার্লের ১.৯৯ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২১টির বা ৫.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস লেনদেন শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৫.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৯ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৩.৭০ টাকা বা ৭.৮১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ৫.৮৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৪.৫২ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪.০১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৫৬ শতাংশ, ওয়াইম্যাক্সের ১.৫৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১.৪৪ শতাংশ, বার্জার পেইন্টসের ০.৯৯ শতাংশ এবং ঢাকা ব্যাংকের শেয়ার দর ০.৭৫ শতাংশ কমেছে।