রায়পুরায় গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নিহত ২, আহত ২০

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী বন্দুক ও টেঁটাযুদ্ধে ২ জন নিহত হয়েছে এবং টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। নিহতরা হলেনÑ বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক চেম্বার মো. আমির হোসেন (৪০) ও নিলক্ষা গ্রামের মোখলেছুর রহমান (২৬)। গতকাল দুপুরে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়েনের দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সুমেদ আলী ও শহিদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এরই জের হিসেবে গতকাল দুপুরে বন্দুক ও টেঁটা নিয়ে সুমেদ আলীর লোকজন ও শহিদ মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী বন্দুক ও টেঁটাযুদ্ধ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই টেঁটাযুদ্ধে ঘটনাস্থলেই আমির হোসেন ও মোখলেছুর রহমান মারা যান এবং উভয় পক্ষের টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ২০ জন আহত হয়। আহতদের প্রথমে রায়পুরা, ভৈরব, নরসিংদী এবং মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায়, বন্দুক ও টেঁটাযুদ্ধে দুইজন নিহত এবং ২০ আহত হয়েছে। এদের মধ্যে মুমূর্ষ অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার, ২০ জুলাই ২০২২ , ০৫ শ্রাবণ ১৪২৯ ২১ জিলহজ ১৪৪৩

রায়পুরায় গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নিহত ২, আহত ২০

জেলা বার্তা পরিবেশক, নরসিংদী

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী বন্দুক ও টেঁটাযুদ্ধে ২ জন নিহত হয়েছে এবং টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। নিহতরা হলেনÑ বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক চেম্বার মো. আমির হোসেন (৪০) ও নিলক্ষা গ্রামের মোখলেছুর রহমান (২৬)। গতকাল দুপুরে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়েনের দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সুমেদ আলী ও শহিদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এরই জের হিসেবে গতকাল দুপুরে বন্দুক ও টেঁটা নিয়ে সুমেদ আলীর লোকজন ও শহিদ মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী বন্দুক ও টেঁটাযুদ্ধ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই টেঁটাযুদ্ধে ঘটনাস্থলেই আমির হোসেন ও মোখলেছুর রহমান মারা যান এবং উভয় পক্ষের টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ২০ জন আহত হয়। আহতদের প্রথমে রায়পুরা, ভৈরব, নরসিংদী এবং মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায়, বন্দুক ও টেঁটাযুদ্ধে দুইজন নিহত এবং ২০ আহত হয়েছে। এদের মধ্যে মুমূর্ষ অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।