পর পর সাত দিন শেয়ারবাজারে পতন

পবিত্র ঈদুল গতকালের পর সাত কার্যদিবস লেনদেন হয়েছে শেয়ারবাজারে। তবে বেশি কিছু কারণে ঈদের পরে লেনদেন হওয়া সাত কার্যদিবসই পতন হয়েছে শেয়ারবাজারে। গতকালও শেয়ারবাজারের সব সূচক কমেছে। কমেছে অধিকাংশ সিকিউরিটিজের দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া প্রায় দেড় শতাধিক কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ছিল না কোন ক্রেতা।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৩৯ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৮.৭৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.১৫ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৬.২৫ পয়েন্টে এবং দুই হাজার ২০৬.০৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩৪৬ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির বা ২৮.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১৮টির বা ৫৭.২২ শতাংশের এবং ৫৩টির বা ১৩.৯১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৪.৫৩ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ০৩২.২৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। গতকাল সিএসইতে ১৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১০টির বা ২৮.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৫.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৮.৯০ টাকা বা ৮.৩৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৬৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.২১ শতাংশ, প্রাইমটেক্সর ৬.০১ শতাংশ, এমএল ডাইংয়ের ৫.২৮ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৫.০৫ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৩.৭৮ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৭৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.২২ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৩.১২ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৮টির বা ৫৭.২২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস আইপিডিসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৮.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইপিডিসি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১.৯৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১.৯৯ শতাংশ, অলিম্পিকের ১.৯৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১.৯৮ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ , ০৬ শ্রাবণ ১৪২৯ ২২ জিলহজ ১৪৪৩

পর পর সাত দিন শেয়ারবাজারে পতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

পবিত্র ঈদুল গতকালের পর সাত কার্যদিবস লেনদেন হয়েছে শেয়ারবাজারে। তবে বেশি কিছু কারণে ঈদের পরে লেনদেন হওয়া সাত কার্যদিবসই পতন হয়েছে শেয়ারবাজারে। গতকালও শেয়ারবাজারের সব সূচক কমেছে। কমেছে অধিকাংশ সিকিউরিটিজের দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া প্রায় দেড় শতাধিক কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ছিল না কোন ক্রেতা।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৩৯ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৮.৭৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.১৫ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৬.২৫ পয়েন্টে এবং দুই হাজার ২০৬.০৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩৪৬ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির বা ২৮.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১৮টির বা ৫৭.২২ শতাংশের এবং ৫৩টির বা ১৩.৯১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৪.৫৩ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ০৩২.২৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। গতকাল সিএসইতে ১৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১০টির বা ২৮.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৫.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৮.৯০ টাকা বা ৮.৩৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৬৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.২১ শতাংশ, প্রাইমটেক্সর ৬.০১ শতাংশ, এমএল ডাইংয়ের ৫.২৮ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৫.০৫ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৩.৭৮ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৭৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.২২ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৩.১২ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৮টির বা ৫৭.২২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস আইপিডিসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৮.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইপিডিসি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১.৯৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১.৯৯ শতাংশ, অলিম্পিকের ১.৯৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১.৯৮ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।