তিন ঘণ্টা রেললাইন অবরোধ, বন্ধ ছিল সারাদেশের রেল যোগাযোগ

রাজশাহী যাওয়ার টিকেটের দাবিতে গতকাল রেলওয়ের বিমানবন্দন স্টেশন তিন ঘণ্টা অবরোধ করে রাখে কিছু শিক্ষার্থী। পরে সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাওয়ার ব্যবস্থা করা হয় বলে রেলওয়ের সূত্র জানায়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গতকাল বেলা ১২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে লাইন ছেড়ে যায়। এরপর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন ছেড়ে যায়, অন্য রুটের ট্রেন চলাচলও শুরু হয়। এর আগে সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা নীলসাগর এক্সপ্রেস আটকে দিয়ে রেলপথে অবস্থান নিলে ঢাকা-নারায়ণগঞ্জ ছাড়া দেশের সব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের একজন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য টিকেট সংগ্রহে বহু শিক্ষার্থী গতকাল সকালে বিমানবন্দর স্টেশনে জড়ো হয়। কিন্তু কয়েকজনকে টিকেট দেয়ার পর কাউন্টার থেকে বলা হয় ‘টিকেট নাই’।

অনলাইনে বা কাউন্টারে কোথাও টিকেট না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। তাদের অবরোধের কারণে কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে আটকে যায়। এ সময় টিকেট কাউন্টারে ভাঙচুর করে শিক্ষার্থীরা।

ঢাকা রেলওয়ে থানার ওসি বলেন, ‘রেলের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তারা যেন সুষ্ঠুভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে যেতে পারেন, কর্মকর্তারা সেই আশ্বাস দিয়েছেন। ভর্তি পরীক্ষার জন্য সাপ্তাহিক ছুটির দিনেও ট্রেন চালানোর কথা বলেছেন। কর্মকর্তাদের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।’ এ বিষয়ে রেলওয়ের বিমানবন্দর স্টেশন মাস্টার হালিমুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা বিশেষ দৃষ্টি রাখছি। রোববার সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন। কিন্তু ভর্তি পরীক্ষা উপলক্ষে এ বন্ধটা আমরা রাখছি না। ওইদিন শুধু ঢাকা থেকে যাত্রী নিয়ে ট্রেনটি সরাসরি রাজশাহী যাবে। অন্য কোথাও থামবে না। এছাড়া পরীক্ষার সময় প্রতিটি ট্রেনেই আমরা ২-১টি করে অতিরিক্ত কোচ যুক্ত করার জন্য পরিকল্পনা করেছি।’

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ , ০৬ শ্রাবণ ১৪২৯ ২২ জিলহজ ১৪৪৩

তিন ঘণ্টা রেললাইন অবরোধ, বন্ধ ছিল সারাদেশের রেল যোগাযোগ

নিজস্ব বার্তা পরিবেশক

রাজশাহী যাওয়ার টিকেটের দাবিতে গতকাল রেলওয়ের বিমানবন্দন স্টেশন তিন ঘণ্টা অবরোধ করে রাখে কিছু শিক্ষার্থী। পরে সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাওয়ার ব্যবস্থা করা হয় বলে রেলওয়ের সূত্র জানায়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গতকাল বেলা ১২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে লাইন ছেড়ে যায়। এরপর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন ছেড়ে যায়, অন্য রুটের ট্রেন চলাচলও শুরু হয়। এর আগে সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা নীলসাগর এক্সপ্রেস আটকে দিয়ে রেলপথে অবস্থান নিলে ঢাকা-নারায়ণগঞ্জ ছাড়া দেশের সব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের একজন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য টিকেট সংগ্রহে বহু শিক্ষার্থী গতকাল সকালে বিমানবন্দর স্টেশনে জড়ো হয়। কিন্তু কয়েকজনকে টিকেট দেয়ার পর কাউন্টার থেকে বলা হয় ‘টিকেট নাই’।

অনলাইনে বা কাউন্টারে কোথাও টিকেট না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। তাদের অবরোধের কারণে কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে আটকে যায়। এ সময় টিকেট কাউন্টারে ভাঙচুর করে শিক্ষার্থীরা।

ঢাকা রেলওয়ে থানার ওসি বলেন, ‘রেলের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তারা যেন সুষ্ঠুভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে যেতে পারেন, কর্মকর্তারা সেই আশ্বাস দিয়েছেন। ভর্তি পরীক্ষার জন্য সাপ্তাহিক ছুটির দিনেও ট্রেন চালানোর কথা বলেছেন। কর্মকর্তাদের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।’ এ বিষয়ে রেলওয়ের বিমানবন্দর স্টেশন মাস্টার হালিমুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা বিশেষ দৃষ্টি রাখছি। রোববার সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন। কিন্তু ভর্তি পরীক্ষা উপলক্ষে এ বন্ধটা আমরা রাখছি না। ওইদিন শুধু ঢাকা থেকে যাত্রী নিয়ে ট্রেনটি সরাসরি রাজশাহী যাবে। অন্য কোথাও থামবে না। এছাড়া পরীক্ষার সময় প্রতিটি ট্রেনেই আমরা ২-১টি করে অতিরিক্ত কোচ যুক্ত করার জন্য পরিকল্পনা করেছি।’