ইউএস-বাংলা এয়ারলাইন্সে রবি এলিট গ্রাহকদের বিশেষ ছাড়

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বুকিং-এ ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন ‘রবি এলিট’ গ্রাহকরা। রবি’র কাস্টমার লয়্যালটি প্রোগ্রামের আওতায় এ উপলক্ষে সম্প্রতি কোম্পানি দু’টি একটি সমঝোতা স্মারক সই করেছে। রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং ইউএস-বাংলা’র হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। চুক্তির আওতায় রবি এলিট গ্রাহকরা ইউএস বাংলা এয়ারলাইন্সের সকল অভ্যন্তরীণ রুটে টিকিটের মূল মূল্যের (বেইজ ফেয়ার) ওপর ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি উপভোগ করতে গ্রাহকদের ডিসকাউন্ট কোডের জন্য জঊড টইঅ০১ টাইপ করে ১২১৩ নম্বরে পাঠাতে হবে।

পরবর্তীতে প্রাপ্ত ডিসকাউন্ট কোডটি কাউন্টারে দেখাতে হবে গ্রাহকদের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্স’র মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার মোহাম্মদ মইনুল হক, রবি’র সিএলএম অ্যান্ড আইবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ, লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডস’র জেনারেল ম্যানেজার মোঃ ফয়সাল ইমাম, লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডস’র ম্যানেজার তাসনিয়া আফরিন, লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডস’র স্পেশালিস্ট, শেখ শাহরুখ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ , ০৬ শ্রাবণ ১৪২৯ ২২ জিলহজ ১৪৪৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে রবি এলিট গ্রাহকদের বিশেষ ছাড়

image

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বুকিং-এ ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন ‘রবি এলিট’ গ্রাহকরা। রবি’র কাস্টমার লয়্যালটি প্রোগ্রামের আওতায় এ উপলক্ষে সম্প্রতি কোম্পানি দু’টি একটি সমঝোতা স্মারক সই করেছে। রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং ইউএস-বাংলা’র হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। চুক্তির আওতায় রবি এলিট গ্রাহকরা ইউএস বাংলা এয়ারলাইন্সের সকল অভ্যন্তরীণ রুটে টিকিটের মূল মূল্যের (বেইজ ফেয়ার) ওপর ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি উপভোগ করতে গ্রাহকদের ডিসকাউন্ট কোডের জন্য জঊড টইঅ০১ টাইপ করে ১২১৩ নম্বরে পাঠাতে হবে।

পরবর্তীতে প্রাপ্ত ডিসকাউন্ট কোডটি কাউন্টারে দেখাতে হবে গ্রাহকদের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্স’র মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার মোহাম্মদ মইনুল হক, রবি’র সিএলএম অ্যান্ড আইবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ, লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডস’র জেনারেল ম্যানেজার মোঃ ফয়সাল ইমাম, লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডস’র ম্যানেজার তাসনিয়া আফরিন, লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ডস’র স্পেশালিস্ট, শেখ শাহরুখ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।