শুক্রবার, ২২ জুলাই ২০২২, ০৭ শ্রাবণ ১৪২৯ ২৩ জিলহজ ১৪৪৩

রমেকে মেয়র প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল রংপুর সিটি করপোরেশন নির্বচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তাকে দলীয় মনোনয়ন দেয়া হলে তিনি নিশ্চিতভাবে জয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন। গত বুধবার দুপুরে নগরীর বেতপট্টি মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

তুষার কান্তি মন্ডল দাবি করেন, স্বাধীনতার ৫১ বছর হতে চলেছে এর মধ্যে ৪৮ বছর রংপুর সদর-৩ আসনের নৌকা মার্কার কোন প্রার্থী নির্বাচিত হয়নি। তারপরও রংপুরের পুত্রবধূ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়ে রংপুর বিভাগ ও রংপুর সিটি করপোরেশন দিয়ে অনেক উন্নয়ন সাধন করেছেন। তিনি বলেন যদি রংপুর সদর আসনে ও সিটি করপোরেশনে মেয়র থাকত তাহলে উন্নয়নের বহুমাত্রিক ধারায় রূপান্তরিত হতো। বর্তমানে দলীয় মেয়র না থাকায় রংপুরবাসী মেগা প্রজেক্ট ও উন্নত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আওয়ামী লীগ নেতা বলেন, ২০১৮ সাল থেকে আমি সিটি করপোরেশন এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করে করপোরেশন এলাকার ১৮৬টি মৌজা ও ৯৫২টি পাড়া-মহল্লায় উঠান বৈঠক করে আসছি। গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ৬টি থানায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। তিনি নৌকা মার্কার মনোনয়ন নিয়ে রংপুর সিটি করপোরেশনের চলতি বছরের ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে চান উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।

শুক্রবার, ২২ জুলাই ২০২২ , ০৭ শ্রাবণ ১৪২৯ ২৩ জিলহজ ১৪৪৩

রমেকে মেয়র প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল রংপুর সিটি করপোরেশন নির্বচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তাকে দলীয় মনোনয়ন দেয়া হলে তিনি নিশ্চিতভাবে জয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন। গত বুধবার দুপুরে নগরীর বেতপট্টি মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

তুষার কান্তি মন্ডল দাবি করেন, স্বাধীনতার ৫১ বছর হতে চলেছে এর মধ্যে ৪৮ বছর রংপুর সদর-৩ আসনের নৌকা মার্কার কোন প্রার্থী নির্বাচিত হয়নি। তারপরও রংপুরের পুত্রবধূ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়ে রংপুর বিভাগ ও রংপুর সিটি করপোরেশন দিয়ে অনেক উন্নয়ন সাধন করেছেন। তিনি বলেন যদি রংপুর সদর আসনে ও সিটি করপোরেশনে মেয়র থাকত তাহলে উন্নয়নের বহুমাত্রিক ধারায় রূপান্তরিত হতো। বর্তমানে দলীয় মেয়র না থাকায় রংপুরবাসী মেগা প্রজেক্ট ও উন্নত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আওয়ামী লীগ নেতা বলেন, ২০১৮ সাল থেকে আমি সিটি করপোরেশন এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করে করপোরেশন এলাকার ১৮৬টি মৌজা ও ৯৫২টি পাড়া-মহল্লায় উঠান বৈঠক করে আসছি। গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ৬টি থানায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। তিনি নৌকা মার্কার মনোনয়ন নিয়ে রংপুর সিটি করপোরেশনের চলতি বছরের ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে চান উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।