চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শতাধিক শিক্ষার্থী বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা যায়। এ সময় ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?’ ‘সুবোধ তুই পালিয়ে যা তোর ভাগ্যে নিরাপত্তা নাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই, নাম অবশ্যই প্রশাসনের জানা, তবে মামলা কেন অজ্ঞাত’ স্লোগান দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশকিছু দিন যাবত পরপর ছাত্রী হেনস্তার কয়েকটি ঘটনা ঘটেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কোন সঠিক বিচার করছে না। বিপরীতে ঘটনাগুলোকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসেই নিরাপদ নই। আমরা ক্যাম্পাসে আমাদের সার্বিক নিরাপত্তা চাই। সেই সঙ্গে ছাত্রী হেনস্তার তদন্তপূর্বক সঠিক বিচার চাই।
এর আগে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে চার দফা দাবিতে গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। এ সময় চার দফা দাবি মেনে নেয়ার শর্তে আন্দোলন থেকে সরে আসেন ছাত্রীরা। এদিন ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। গত বুধবার হাটহাজারী থানায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন। এই ঘটনায় গত মঙ্গলবার রাতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া ছাত্রীদের নিরাপত্তার জন্য রাত ১০টার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সুস্পষ্ট কোন কারণ উল্লেখ না করে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে তাকে এই নোটিশ দেয়া হয়।
এর আগে গত রোববার রাতে সংগীত বিভাগের এক ছাত্রী বন্ধুর সঙ্গে ক্যাম্পাসে হাঁটছিলেন। এই সময় অজ্ঞাত পাঁচ ব্যক্তি তাদের বেধড়ক মারধর, ছিনতাই ও ছাত্রীর শ্লীলতাহানি করে দুটি মোবাইলফোন, ৩ হাজার টাকা ও তাদের ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনার পরদিন প্রক্টর অফিসে অভিযোগ জানান ভুক্তভোগী শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিষয়টি শোনার আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কয়েক দফা আমরা বসেছি। প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জের সহযোগিতায় মেয়েটি মামলাও করেছে। অপরাধী যেই হোক খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
ছাত্রলীগের সভাপতিকে শোকজ
‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, কেন কারণ দর্শানো হয়েছে রেজাউল হক তা জানেন। তিনি ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন। এর বেশি কিছু তো বলা যাচ্ছে না।
ছাত্রী হেনস্তার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করে -সংবাদ
আরও খবরশুক্রবার, ২২ জুলাই ২০২২ , ০৭ শ্রাবণ ১৪২৯ ২৩ জিলহজ ১৪৪৩
চট্টগ্রাম ব্যুরো
ছাত্রী হেনস্তার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করে -সংবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শতাধিক শিক্ষার্থী বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা যায়। এ সময় ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?’ ‘সুবোধ তুই পালিয়ে যা তোর ভাগ্যে নিরাপত্তা নাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই, নাম অবশ্যই প্রশাসনের জানা, তবে মামলা কেন অজ্ঞাত’ স্লোগান দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশকিছু দিন যাবত পরপর ছাত্রী হেনস্তার কয়েকটি ঘটনা ঘটেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কোন সঠিক বিচার করছে না। বিপরীতে ঘটনাগুলোকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসেই নিরাপদ নই। আমরা ক্যাম্পাসে আমাদের সার্বিক নিরাপত্তা চাই। সেই সঙ্গে ছাত্রী হেনস্তার তদন্তপূর্বক সঠিক বিচার চাই।
এর আগে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে চার দফা দাবিতে গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। এ সময় চার দফা দাবি মেনে নেয়ার শর্তে আন্দোলন থেকে সরে আসেন ছাত্রীরা। এদিন ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। গত বুধবার হাটহাজারী থানায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন। এই ঘটনায় গত মঙ্গলবার রাতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া ছাত্রীদের নিরাপত্তার জন্য রাত ১০টার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সুস্পষ্ট কোন কারণ উল্লেখ না করে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে তাকে এই নোটিশ দেয়া হয়।
এর আগে গত রোববার রাতে সংগীত বিভাগের এক ছাত্রী বন্ধুর সঙ্গে ক্যাম্পাসে হাঁটছিলেন। এই সময় অজ্ঞাত পাঁচ ব্যক্তি তাদের বেধড়ক মারধর, ছিনতাই ও ছাত্রীর শ্লীলতাহানি করে দুটি মোবাইলফোন, ৩ হাজার টাকা ও তাদের ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনার পরদিন প্রক্টর অফিসে অভিযোগ জানান ভুক্তভোগী শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিষয়টি শোনার আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কয়েক দফা আমরা বসেছি। প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জের সহযোগিতায় মেয়েটি মামলাও করেছে। অপরাধী যেই হোক খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
ছাত্রলীগের সভাপতিকে শোকজ
‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, কেন কারণ দর্শানো হয়েছে রেজাউল হক তা জানেন। তিনি ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন। এর বেশি কিছু তো বলা যাচ্ছে না।