শুক্রবার, ২২ জুলাই ২০২২, ০৭ শ্রাবণ ১৪২৯ ২৩ জিলহজ ১৪৪৩

ভারতে প্রথম সাঁওতাল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিজেপি মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভারতের ইতিহাসে প্রথম সাঁওতাল প্রেসিডেন্ট তিনি। একইসঙ্গে, তিনি দেশটির দ্বিতীয় নারী প্রেসিডেন্ট।

গতকাল যশবন্ত সিনহাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়ে বলা হয়েছে, দ্রৌপদী মুর্মু ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যশবন্ত সিনহা অনেক পিছিয়ে ছিলেন তার চেয়ে।

আগামী ২৫ জুলাই দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের স্থলাভিষিক্ত হবেন। উড়িষ্যার অধিবাসী দ্রৌপদী মুর্মু ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খন্ডের গভর্নর ছিলেন।

শুক্রবার, ২২ জুলাই ২০২২ , ০৭ শ্রাবণ ১৪২৯ ২৩ জিলহজ ১৪৪৩

ভারতে প্রথম সাঁওতাল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

সংবাদ ডেস্ক

image

ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিজেপি মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভারতের ইতিহাসে প্রথম সাঁওতাল প্রেসিডেন্ট তিনি। একইসঙ্গে, তিনি দেশটির দ্বিতীয় নারী প্রেসিডেন্ট।

গতকাল যশবন্ত সিনহাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়ে বলা হয়েছে, দ্রৌপদী মুর্মু ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যশবন্ত সিনহা অনেক পিছিয়ে ছিলেন তার চেয়ে।

আগামী ২৫ জুলাই দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের স্থলাভিষিক্ত হবেন। উড়িষ্যার অধিবাসী দ্রৌপদী মুর্মু ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খন্ডের গভর্নর ছিলেন।