অপু বিশ্বাসের নতুন অধ্যায় শুরু

চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন যাত্রা শুরু হলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আগে জানিয়েছিলেন প্রযোজনায় আসছেন তিনি। ?‘লাল শাড়ি’র জন্য আবেদন করেছিলেন সরকারি অনুদানের। চলতি বছর সেটার অনুমতি পেয়েছেন। এবার হাতে পেলেন প্রযোজনার প্রথম সরকারি লগ্নি। যার ফলে ছবি শুরু করতে প্রাথমিক সব ধরনের সহযোগিতা পেলেন এই তারকা।

নতুন ছবিটি ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে তৈরি হবে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী। ‘লাল শাড়ি’ নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ নামের ছবিতে অভিনয় করেছিলেন এই শিল্পী।

তথ্য সচিব মো. মকবুল হোসেনের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করছেন অপু বিশ্বাস। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থগ্রহণের ছবি পোস্ট করে অপু লেখেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি, সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

উল্লেখ্য, গত মাসে ঘোষণা করা হয়েছিল ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্তদের নাম। সেখানে ‘লাল শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেয়া হয়। অনুদান পান শাকিব খানও। একই পরিমাণ অর্থ ‘মায়া’ সিনেমার জন্য দেয়া হয় তাকে। ২০২১-২২ অর্থবছরে মোট ১৯টি সিনেমাকে অনুদান দেয়া হয়।

শনিবার, ২৩ জুলাই ২০২২ , ০৮ শ্রাবণ ১৪২৯ ২৪ জিলহজ ১৪৪৩

অপু বিশ্বাসের নতুন অধ্যায় শুরু

বিনোদন প্রতিবেদক

image

চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন যাত্রা শুরু হলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আগে জানিয়েছিলেন প্রযোজনায় আসছেন তিনি। ?‘লাল শাড়ি’র জন্য আবেদন করেছিলেন সরকারি অনুদানের। চলতি বছর সেটার অনুমতি পেয়েছেন। এবার হাতে পেলেন প্রযোজনার প্রথম সরকারি লগ্নি। যার ফলে ছবি শুরু করতে প্রাথমিক সব ধরনের সহযোগিতা পেলেন এই তারকা।

নতুন ছবিটি ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে তৈরি হবে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী। ‘লাল শাড়ি’ নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ নামের ছবিতে অভিনয় করেছিলেন এই শিল্পী।

তথ্য সচিব মো. মকবুল হোসেনের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করছেন অপু বিশ্বাস। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থগ্রহণের ছবি পোস্ট করে অপু লেখেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি, সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

উল্লেখ্য, গত মাসে ঘোষণা করা হয়েছিল ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্তদের নাম। সেখানে ‘লাল শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেয়া হয়। অনুদান পান শাকিব খানও। একই পরিমাণ অর্থ ‘মায়া’ সিনেমার জন্য দেয়া হয় তাকে। ২০২১-২২ অর্থবছরে মোট ১৯টি সিনেমাকে অনুদান দেয়া হয়।