চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দুজনকে শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানায়নি তারা।
গতকাল দুজন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।
চবি ক্যাম্পাসে গত ১৭ জুলাই রাতে এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করা হয়। নিপীড়নের শিকার হওয়া ওই ছাত্রী জানিয়েছিলেন, এ ঘটনায় পাঁচজন ছিলেন। তাদের কথাবার্তা ও পোশাক দেখে তার মনে হয়েছে, সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, যৌন নিপীড়নের সঙ্গে জরিতরা ছিলেন ছাত্রলীগের কর্মী। হাটহাজারী থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও যথেষ্ট তথ্য-প্রমাণ থেকে আমরা জানতে পেরেছি, অভিযুক্তরা সবাই ছাত্রলীগ কর্মী।’
শনিবার, ২৩ জুলাই ২০২২ , ০৮ শ্রাবণ ১৪২৯ ২৪ জিলহজ ১৪৪৩
প্রতিনিধি, চট্রগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দুজনকে শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানায়নি তারা।
গতকাল দুজন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।
চবি ক্যাম্পাসে গত ১৭ জুলাই রাতে এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করা হয়। নিপীড়নের শিকার হওয়া ওই ছাত্রী জানিয়েছিলেন, এ ঘটনায় পাঁচজন ছিলেন। তাদের কথাবার্তা ও পোশাক দেখে তার মনে হয়েছে, সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, যৌন নিপীড়নের সঙ্গে জরিতরা ছিলেন ছাত্রলীগের কর্মী। হাটহাজারী থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও যথেষ্ট তথ্য-প্রমাণ থেকে আমরা জানতে পেরেছি, অভিযুক্তরা সবাই ছাত্রলীগ কর্মী।’