সন্তানদের অনুরোধেও সাড়া দেননি ট্রাম্প

ইউএস ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার ঘটনা টেলিভিশন লাইভে ঘণ্টার পর ঘণ্টা বসে দেখছিলেন ট্রাম্প। সে সময় তার সন্তানরা ও অন্যান্য ঘনিষ্ঠ উপদেষ্টারা তার সমর্থকদের সহিংসতা বন্ধ করার আহ্বান জানানোর জন্য ট্রাম্পকে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি তাদের অনুরোধ উপেক্ষা করেছিলেন। ক্যাপিটল রায়টসংক্রান্ত কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে।

মেয়ে ইভানকা ট্রাম্প ও ছেলে ডন জুনিয়র এ সময় ডনাল্ড ট্রাম্পকে পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। যদিও ডনাল্ড ট্রাম্প তার সমর্থকদের নরকের মতো লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ডেমোক্রেটিক দলের সদস্য ও প্রতিনিধি এলেন লুরিয়া বলেছেন, সে সময় সিনিয়র কর্মী, উপদেষ্টা ও পরিবারের সদস্যদের সঙ্গে খাবার টেবিলে বসেই তিনি ইউএস ক্যাপিটলে হামলার ঘটনাটি সরাসরি দেখছিলেন। এ সময় সবাই একজন আমেরিকান প্রেসিডেন্টের কাছে এমন পরিস্থিতিতে যা আশা করা যায় তা করার জন্য ট্রাম্পকে তারা সবাই অনুরোধ করেন।

নির্বাচনে হার নিশ্চিতের পর একের পর এক টুইটবার্তায় ট্রাম্প তার সমর্থকদের উসকে দিতে থাকেন। এমনকি তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও সে সময় তিনি সমালোচনা করেন। তিনি টুইট বার্তায় বলেছিলেন, মাইক পেন্স তা করছে না, যা করা দরকার।

যখন তিনি ইউএস ক্যাপিটলে হামলাকারীদের বাড়ি ফিরে যেতে বলেন, ততক্ষণে সেখানে থাকা কংগ্রেস সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ৭ জানুয়ারিও তিনি নির্বাচনের ফলাফল মানতে চাননি।

ট্রাম্পের নিজের দল রিপাবলিকান নেতা ও ক্যাপিটল রায়টসংক্রান্ত সিনেট কমিটির সদস্য ম্যাককননেল বলেন, ৬ জানুয়ারি দাঙ্গার জন্য ব্যবহারিকভাবে ও নৈতিকভাবেই দায়ী ট্রাম্প। এমনকি ক্যাপিটল রায়টে হামলাকারীরাও ভাবছিলেন তারা প্রেসিডেন্টের নির্দেশেই এমনটা করছেন।

প্রেসিডেন্ট থাকাকালীনই উত্তেজনা ছড়ানোর অভিযোগে টুইটার ও ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করেছিল। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইউএস ক্যাপিটলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন একজন শীর্ষ জেনারেল।

শনিবার, ২৩ জুলাই ২০২২ , ০৮ শ্রাবণ ১৪২৯ ২৪ জিলহজ ১৪৪৩

ক্যাপিটল হিলের শুনানি

সন্তানদের অনুরোধেও সাড়া দেননি ট্রাম্প

ইউএস ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার ঘটনা টেলিভিশন লাইভে ঘণ্টার পর ঘণ্টা বসে দেখছিলেন ট্রাম্প। সে সময় তার সন্তানরা ও অন্যান্য ঘনিষ্ঠ উপদেষ্টারা তার সমর্থকদের সহিংসতা বন্ধ করার আহ্বান জানানোর জন্য ট্রাম্পকে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি তাদের অনুরোধ উপেক্ষা করেছিলেন। ক্যাপিটল রায়টসংক্রান্ত কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে।

মেয়ে ইভানকা ট্রাম্প ও ছেলে ডন জুনিয়র এ সময় ডনাল্ড ট্রাম্পকে পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। যদিও ডনাল্ড ট্রাম্প তার সমর্থকদের নরকের মতো লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ডেমোক্রেটিক দলের সদস্য ও প্রতিনিধি এলেন লুরিয়া বলেছেন, সে সময় সিনিয়র কর্মী, উপদেষ্টা ও পরিবারের সদস্যদের সঙ্গে খাবার টেবিলে বসেই তিনি ইউএস ক্যাপিটলে হামলার ঘটনাটি সরাসরি দেখছিলেন। এ সময় সবাই একজন আমেরিকান প্রেসিডেন্টের কাছে এমন পরিস্থিতিতে যা আশা করা যায় তা করার জন্য ট্রাম্পকে তারা সবাই অনুরোধ করেন।

নির্বাচনে হার নিশ্চিতের পর একের পর এক টুইটবার্তায় ট্রাম্প তার সমর্থকদের উসকে দিতে থাকেন। এমনকি তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও সে সময় তিনি সমালোচনা করেন। তিনি টুইট বার্তায় বলেছিলেন, মাইক পেন্স তা করছে না, যা করা দরকার।

যখন তিনি ইউএস ক্যাপিটলে হামলাকারীদের বাড়ি ফিরে যেতে বলেন, ততক্ষণে সেখানে থাকা কংগ্রেস সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ৭ জানুয়ারিও তিনি নির্বাচনের ফলাফল মানতে চাননি।

ট্রাম্পের নিজের দল রিপাবলিকান নেতা ও ক্যাপিটল রায়টসংক্রান্ত সিনেট কমিটির সদস্য ম্যাককননেল বলেন, ৬ জানুয়ারি দাঙ্গার জন্য ব্যবহারিকভাবে ও নৈতিকভাবেই দায়ী ট্রাম্প। এমনকি ক্যাপিটল রায়টে হামলাকারীরাও ভাবছিলেন তারা প্রেসিডেন্টের নির্দেশেই এমনটা করছেন।

প্রেসিডেন্ট থাকাকালীনই উত্তেজনা ছড়ানোর অভিযোগে টুইটার ও ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করেছিল। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইউএস ক্যাপিটলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন একজন শীর্ষ জেনারেল।