বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ ছাত্রীর আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে দশম শ্রেণী স্কুল ছাত্রী উপমা মিস্ত্রী (১৬)’র স্কুল শিক্ষক হওয়া হলো না। বখাটেদের অতিষ্টে অবশেষে বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। অজোরে ঝড়ে গেল ওই স্কুল ছাত্রী উপমা। পিতা মাতার কাছে মেয়ের স্বপ্নগুলো এখন শুধু স্মৃতি হয়ে কাদিয়ে বেড়াচ্ছে।

জানা গেছে, উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামের কৃষক সুব্রত মিস্ত্রীর বড় কন্যা বিকে মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী উপমা। গত শুত্রুবার বিকেলে ঘরে থাকা কীটনাশক পান করে ঢলে পড়লে চিকিৎসার জন্য প্রথমে পার্শ্ববর্তী কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে ওই স্কুল ছাত্রী মৃত্যুবরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিস্তব্ধ হয়ে পড়েছে সহপাঠিরা। এলাকাবাসী এ মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

নিহত স্কুল ছাত্রীর পিতা সুব্্রত মিস্ত্রী, মাতা সিমা রানী মিস্ত্রী অজরো কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, ওরা আমার মেয়েকে বাঁচতে দিলোনা। ফেক আইডি থেকে এলাকার বখাটে একটি চক্র কু-রুচিপূর্ণ কথা বার্তা লিখে যা ফেজবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার মেয়ে উপমাকে কয়েকদিন ধরে হুমকি-ধামকি দেয়। এতে আমার মেয়ে ১০-১৫ দিন ধরে খাবার খাওয়া ছেড়ে দিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। ঘরে থাকা কীটনাশক পান করে চলে গেলো আমাদের ছেড়ে।

এখনও আমার পরিবারকে হুমকি দিচ্ছে প্রভাবশালী ওই চক্রটির লোকজন কোথাও কোন অভিযোগ মামলা না করার জন্য। আমাদের মতো আর কোন মা-বাবার বুক এ রকম যেন খালি না হয়।

রবিবার, ২৪ জুলাই ২০২২ , ০৯ শ্রাবণ ১৪২৯ ২৫ জিলহজ ১৪৪৩

বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ ছাত্রীর আত্মহত্যা

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে দশম শ্রেণী স্কুল ছাত্রী উপমা মিস্ত্রী (১৬)’র স্কুল শিক্ষক হওয়া হলো না। বখাটেদের অতিষ্টে অবশেষে বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। অজোরে ঝড়ে গেল ওই স্কুল ছাত্রী উপমা। পিতা মাতার কাছে মেয়ের স্বপ্নগুলো এখন শুধু স্মৃতি হয়ে কাদিয়ে বেড়াচ্ছে।

জানা গেছে, উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামের কৃষক সুব্রত মিস্ত্রীর বড় কন্যা বিকে মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী উপমা। গত শুত্রুবার বিকেলে ঘরে থাকা কীটনাশক পান করে ঢলে পড়লে চিকিৎসার জন্য প্রথমে পার্শ্ববর্তী কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে ওই স্কুল ছাত্রী মৃত্যুবরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিস্তব্ধ হয়ে পড়েছে সহপাঠিরা। এলাকাবাসী এ মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

নিহত স্কুল ছাত্রীর পিতা সুব্্রত মিস্ত্রী, মাতা সিমা রানী মিস্ত্রী অজরো কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, ওরা আমার মেয়েকে বাঁচতে দিলোনা। ফেক আইডি থেকে এলাকার বখাটে একটি চক্র কু-রুচিপূর্ণ কথা বার্তা লিখে যা ফেজবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার মেয়ে উপমাকে কয়েকদিন ধরে হুমকি-ধামকি দেয়। এতে আমার মেয়ে ১০-১৫ দিন ধরে খাবার খাওয়া ছেড়ে দিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। ঘরে থাকা কীটনাশক পান করে চলে গেলো আমাদের ছেড়ে।

এখনও আমার পরিবারকে হুমকি দিচ্ছে প্রভাবশালী ওই চক্রটির লোকজন কোথাও কোন অভিযোগ মামলা না করার জন্য। আমাদের মতো আর কোন মা-বাবার বুক এ রকম যেন খালি না হয়।