বৃষ্টির অভাব : ধান-পাটে ফলন বিপর্যয়ের আশঙ্কা

পাশাপাশি ৩টি জমি। একটিতে পরিপক্ক পাট, পাশের জমিতে পানির অভাবে ফেটে চৌচির রোপা আমন ধানের বীজতলা , আর তারই পাশে অনাবাদি পড়ে রয়েছে রোপা। আমন ধান রোপনের জমি। গত মঙ্গলবার বিকেলে পাবনার ঈশ্বরদীর বাঘইল গ্রামে পাশাপাশি ৩টি জমির এ চিত্র দেখা যায়।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে এবং কৃষি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত পাট কেটে সে জমিতে আষাঢ় মাসে কৃষকরা ধান রোপণ করে থাকেন। অথচ এবার আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণের শুরুতেও বৃষ্টি না হওয়ায় আশেপাশের যেসব ডোবা নালা, খাল, বিল পানিতে টইটম্বুর থাকার কথা সেসব স্থান এখন পানিশূন্য। ফলে কৃষক পরিপক্ক পাট কেটে জাগ দিতে না পারায় জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে পাট। রোপা আমনের বীজতলা পানির অভাবে ফেটে চৌচির। সবুজ বর্ণ থেকে ক্রমেই হলুদ আকার ধারণ করছে বীজতলায় আমন ধানের চারা। একই সাথে যেসব জমিতে বৃষ্টির পানিতে লাঙ্গল দিয়ে আমন আবাদের প্রস্তুতি থাকার কথা সে জমিতে এখন এক ফোটা পানিও নেই। মাঠে মাঠে কৃষককে চৈত্রের চিত্র দেখতে হচ্ছে শ্রাবণ মাসেও।

রবিবার, ২৪ জুলাই ২০২২ , ০৯ শ্রাবণ ১৪২৯ ২৫ জিলহজ ১৪৪৩

বৃষ্টির অভাব : ধান-পাটে ফলন বিপর্যয়ের আশঙ্কা

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাশাপাশি ৩টি জমি। একটিতে পরিপক্ক পাট, পাশের জমিতে পানির অভাবে ফেটে চৌচির রোপা আমন ধানের বীজতলা , আর তারই পাশে অনাবাদি পড়ে রয়েছে রোপা। আমন ধান রোপনের জমি। গত মঙ্গলবার বিকেলে পাবনার ঈশ্বরদীর বাঘইল গ্রামে পাশাপাশি ৩টি জমির এ চিত্র দেখা যায়।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে এবং কৃষি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত পাট কেটে সে জমিতে আষাঢ় মাসে কৃষকরা ধান রোপণ করে থাকেন। অথচ এবার আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণের শুরুতেও বৃষ্টি না হওয়ায় আশেপাশের যেসব ডোবা নালা, খাল, বিল পানিতে টইটম্বুর থাকার কথা সেসব স্থান এখন পানিশূন্য। ফলে কৃষক পরিপক্ক পাট কেটে জাগ দিতে না পারায় জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে পাট। রোপা আমনের বীজতলা পানির অভাবে ফেটে চৌচির। সবুজ বর্ণ থেকে ক্রমেই হলুদ আকার ধারণ করছে বীজতলায় আমন ধানের চারা। একই সাথে যেসব জমিতে বৃষ্টির পানিতে লাঙ্গল দিয়ে আমন আবাদের প্রস্তুতি থাকার কথা সে জমিতে এখন এক ফোটা পানিও নেই। মাঠে মাঠে কৃষককে চৈত্রের চিত্র দেখতে হচ্ছে শ্রাবণ মাসেও।