‘রাসেলের জন্য অপেক্ষা’য় ফেরদৌস-মিমি

চিত্রনায়ক ফেরদৌস বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানম-ির ৩২ নম্বর বাড়িতে শুটিংয়ে অংশ নিয়েছেন। গত শুক্রবার ফেরদৌস সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘রাসেলের জন্য অপেক্ষা’র শুটিংয়ে অংশ নিয়েছেন এই বাড়িতে। সিনেমাটি নির্মাণ করছেন নূর-ই আলম। এটি মূলত সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে একজন কর্নেলের ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌস। একই সিনেমাতে বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। ফেরদৌস জানান, এবারই প্রথম তিনি এবং আফসানা মিমি একই সিনেমায় অভিনয় করছেন। তাদের দু’জনের শুটিং হয়েছে ধানম-ির ৩২ নম্বরে। ‘রাসেলের জন্য অপেক্ষা’র মূল গল্প হচ্ছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে। ফেরদৌস বলেন, ‘যে বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত, যে বাড়ির সঙ্গে আমাদের নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেই বাড়িতে গিয়ে শুটিং করাটা আমার শিল্পী জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা হয়ে থাকবে।’

রবিবার, ২৪ জুলাই ২০২২ , ০৯ শ্রাবণ ১৪২৯ ২৫ জিলহজ ১৪৪৩

‘রাসেলের জন্য অপেক্ষা’য় ফেরদৌস-মিমি

বিনোদন প্রতিবেদক

image

চিত্রনায়ক ফেরদৌস বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানম-ির ৩২ নম্বর বাড়িতে শুটিংয়ে অংশ নিয়েছেন। গত শুক্রবার ফেরদৌস সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘রাসেলের জন্য অপেক্ষা’র শুটিংয়ে অংশ নিয়েছেন এই বাড়িতে। সিনেমাটি নির্মাণ করছেন নূর-ই আলম। এটি মূলত সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে একজন কর্নেলের ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌস। একই সিনেমাতে বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। ফেরদৌস জানান, এবারই প্রথম তিনি এবং আফসানা মিমি একই সিনেমায় অভিনয় করছেন। তাদের দু’জনের শুটিং হয়েছে ধানম-ির ৩২ নম্বরে। ‘রাসেলের জন্য অপেক্ষা’র মূল গল্প হচ্ছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে। ফেরদৌস বলেন, ‘যে বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত, যে বাড়ির সঙ্গে আমাদের নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেই বাড়িতে গিয়ে শুটিং করাটা আমার শিল্পী জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা হয়ে থাকবে।’