সাফল্যের দেড় দশকে মিম

বিদ্যা সিনহা মিম, আজ থেকে প্রায় দেড় দশক আগে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে মিডিয়াতে যাত্রা শুরু হয়। সিনেমাতে তার অভিষেক হয় বরেণ্য কথা সাহিত্যিক, চলচ্চিত্র ও নাট্য পরিচালক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে।

নাটকে তাকে প্রথম দেখা যায় মাহফুজ আহমেদ পরিচালিত ‘শেষের কবিতার পরের কবিতা’ নাটকে। এতে মিমের বিপরীতে ছিলেন আদিল হোসেন নোবেল। আরো ছিলেন আরিফিন শুভ। প্রয়াত পরিচালক খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমাতে অভিনয় করে মিমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। দীর্ঘ দেড় দশকে তিনি ‘আমার প্রাণের প্রিয়া’, ‘তারকাঁটা’,‘ পদ্মপাতার জল’, ‘জোনাকীর আলো’, ‘সুইটহার্ট’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘পাষাণ’, ‘সুলতান’, ‘ইয়েতি অভিযান’, ‘ব্ল্যাক’সহ আরো বেশকিছু সিনেমাতে অভিনয় করেন। বহু বিজ্ঞাপনে এবং নাটকে-টেলিফিল্মে অভিনয় করেও বিদ্যা সিনহা মিম এ দেশের কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। সর্বশেষ তার অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অনন্যা চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন। এরই মধ্যে মিম বাংলা সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর করার জন্য সাউথইস্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপুমনির হাত থেকে তিনি তার বাবা মায়ের উপস্থিতিতে সনদ গ্রহণ করেছেন। শিক্ষা জীবনের সাফল্যের সনদ

গ্রহণ, ক্যারিয়ারের দেড় দশক পার করা-সবমিলিয়ে মিম তার জীবনের সবচেয়ে সুখের সময়টা পার করছেন বলে মনে করছেন।

রবিবার, ২৪ জুলাই ২০২২ , ০৯ শ্রাবণ ১৪২৯ ২৫ জিলহজ ১৪৪৩

সাফল্যের দেড় দশকে মিম

বিনোদন প্রতিবেদক

image

বিদ্যা সিনহা মিম, আজ থেকে প্রায় দেড় দশক আগে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে মিডিয়াতে যাত্রা শুরু হয়। সিনেমাতে তার অভিষেক হয় বরেণ্য কথা সাহিত্যিক, চলচ্চিত্র ও নাট্য পরিচালক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে।

নাটকে তাকে প্রথম দেখা যায় মাহফুজ আহমেদ পরিচালিত ‘শেষের কবিতার পরের কবিতা’ নাটকে। এতে মিমের বিপরীতে ছিলেন আদিল হোসেন নোবেল। আরো ছিলেন আরিফিন শুভ। প্রয়াত পরিচালক খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমাতে অভিনয় করে মিমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। দীর্ঘ দেড় দশকে তিনি ‘আমার প্রাণের প্রিয়া’, ‘তারকাঁটা’,‘ পদ্মপাতার জল’, ‘জোনাকীর আলো’, ‘সুইটহার্ট’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘পাষাণ’, ‘সুলতান’, ‘ইয়েতি অভিযান’, ‘ব্ল্যাক’সহ আরো বেশকিছু সিনেমাতে অভিনয় করেন। বহু বিজ্ঞাপনে এবং নাটকে-টেলিফিল্মে অভিনয় করেও বিদ্যা সিনহা মিম এ দেশের কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। সর্বশেষ তার অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অনন্যা চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন। এরই মধ্যে মিম বাংলা সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর করার জন্য সাউথইস্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপুমনির হাত থেকে তিনি তার বাবা মায়ের উপস্থিতিতে সনদ গ্রহণ করেছেন। শিক্ষা জীবনের সাফল্যের সনদ

গ্রহণ, ক্যারিয়ারের দেড় দশক পার করা-সবমিলিয়ে মিম তার জীবনের সবচেয়ে সুখের সময়টা পার করছেন বলে মনে করছেন।