বাল্লা-শায়েস্তাগঞ্জ শীঘ্রই রেলপথ চালু হবে - বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, বাল্লা শায়েস্তগঞ্জ রেললাইন আবার চালু হবে। আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কাজ চলছে, অচিরেই রেলমন্ত্রীকে আমি নিয়ে আসব। যতদ্রুত সম্ভব রেললাইন চালুর চেষ্টা করব। পাশাপাশি বাল্লা স্থলবন্দরের কাজও চলছে, দ্রুত কাজ শেষ হবে। গত শনিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামে রবিউল ব্রিজের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের পদ্মা সেতুসহ মেঘা প্রকল্পগুলো শেষের দিকে। কর্ণফুলী ট্যানেল ডিসেম্বরে উদ্বোধন হবে, মেট্রোরেলও শেষের দিকে। এবার সরকার গ্রামের উন্নয়ন কাজ শুরু করেছে। সরকারের ইশতেহার অনুযায়ী গ্রাম হবে শহর। এ কাজ শুরু হয়েছে। রাস্তাঘাট ও সড়ক বাতি লাগানো হচ্ছে। দ্রুত গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন শেষে গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে। আশা করছি, দ্রুত এসব কাজ বাস্তবায়ন হবে। তিনি বলেন, পদ্মা সেতু চালুর কারণে দেশের প্রবৃত্তি ২ দশমিক ৩ শতাংশ বাড়বে, পাশাপাশি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনে কষ্ট দূর হযেছে। পদ্মায় বসে বসে বহু রোগী মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে, অনেকে পিতাহারা হয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে ঢাকার সঙ্গে মানুষ যোগাযোগ করতে পারছে। তিনি আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নাধীন উপজেলায় ৪টি ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন ছাড়া তিনি সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তি ও শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। পরে তিনি উপজেলার ১ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে উপশী সার ও বীজ বিতরণ করেন।

এছাড়া তিনি বিকেলে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের প্রধান ফটক ও ওয়াসব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফুর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, মানিক সরকার, আব্দালুর রহমান, সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির খান, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সজল দাস, আ. সামাদ আজাদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

সোমবার, ২৫ জুলাই ২০২২ , ১০ শ্রাবণ ১৪২৯ ২৬ জিলহজ ১৪৪৩

বাল্লা-শায়েস্তাগঞ্জ শীঘ্রই রেলপথ চালু হবে - বিমান প্রতিমন্ত্রী

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, বাল্লা শায়েস্তগঞ্জ রেললাইন আবার চালু হবে। আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কাজ চলছে, অচিরেই রেলমন্ত্রীকে আমি নিয়ে আসব। যতদ্রুত সম্ভব রেললাইন চালুর চেষ্টা করব। পাশাপাশি বাল্লা স্থলবন্দরের কাজও চলছে, দ্রুত কাজ শেষ হবে। গত শনিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামে রবিউল ব্রিজের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের পদ্মা সেতুসহ মেঘা প্রকল্পগুলো শেষের দিকে। কর্ণফুলী ট্যানেল ডিসেম্বরে উদ্বোধন হবে, মেট্রোরেলও শেষের দিকে। এবার সরকার গ্রামের উন্নয়ন কাজ শুরু করেছে। সরকারের ইশতেহার অনুযায়ী গ্রাম হবে শহর। এ কাজ শুরু হয়েছে। রাস্তাঘাট ও সড়ক বাতি লাগানো হচ্ছে। দ্রুত গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন শেষে গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে। আশা করছি, দ্রুত এসব কাজ বাস্তবায়ন হবে। তিনি বলেন, পদ্মা সেতু চালুর কারণে দেশের প্রবৃত্তি ২ দশমিক ৩ শতাংশ বাড়বে, পাশাপাশি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনে কষ্ট দূর হযেছে। পদ্মায় বসে বসে বহু রোগী মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে, অনেকে পিতাহারা হয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে ঢাকার সঙ্গে মানুষ যোগাযোগ করতে পারছে। তিনি আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নাধীন উপজেলায় ৪টি ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন ছাড়া তিনি সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তি ও শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। পরে তিনি উপজেলার ১ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে উপশী সার ও বীজ বিতরণ করেন।

এছাড়া তিনি বিকেলে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের প্রধান ফটক ও ওয়াসব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফুর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, মানিক সরকার, আব্দালুর রহমান, সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির খান, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সজল দাস, আ. সামাদ আজাদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।