দুই বাইক আরোহীসহ সড়কে ঝরল ৩ জন

বগুড়া

জেলা বার্তা পরিবেশক, বগুড়া

বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলো- বগুড়া পলিটেকনিক ৫ম সেমিস্টারের শিক্ষার্থী সাগর মোহন্ত(২১) ও তানভির আহম্মেদ(২২)। এ ঘটনায় কাপ্তাই পলিটেকনিকের শিক্ষার্থী মোটরসাইকেল চালক আশাফুদৌলা সানি(২২) গুরুতর আহত হন।

বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ ৩ জনের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর সঙ্গে কাপ্তাই পলিটেকনিকের এক শিক্ষার্থী একই মোটরসাইকেলে ছিলেন। এদের মধ্যে একজনের বাড়ি বগুড়ায় এবং অপর দুজনের বাড়ি সিরাজগঞ্জে। গত শনিবার দুপুরে তারা ৩ জন মোটরসাইকেলে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে শহরের মাটিডালি এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মাদলা ব্রিজের নিকট নিকট নিশ্চিন্তপুর এলাকায় মাটিডালির দিক থেকে আসা শেরপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। শাজাহানপুর থানার ওসি জানান, এতে মটরসাইকেলের ৩ আরোহী গুরুতর অহত হন। তাদের দ্রুত উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আধা ঘন্টার ব্যবধানে ২ জন মারা যান। পুলিশ জানায়, নিহতদের মধ্যে সাগরের বাড়ি শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকায়। নিহত অপরজন তানভীর সিরাজগঞ্জের শাহজাদপুর এবং চিকিৎসাধীন আশাফুদৌলা সানির বাড়ি সিরাজগঞ্জ সদর এলাকায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। এঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

টঙ্গী

প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় ফাতেমা হক (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার টঙ্গী-গাজীপুর শাখা সড়কের বনমালা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মৃত ফাতেমা হক টঙ্গীর দত্তপাড়া টেকপাড়া এলাকার সামসুল হকের মেয়ে। সে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ জানায়, শনিবার সকালে ফাতেমা তার ফুফু শাহনাজ বেগমের সঙ্গে অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা কহিনুর কেমিক্যাল লিমিটেড নামক কারখানার স্টাফ বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায় ফাতেমা। পরে বাসের চাকায় তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে জব্দ করে পুলিশে খবর দেয়।

সোমবার, ২৫ জুলাই ২০২২ , ১০ শ্রাবণ ১৪২৯ ২৬ জিলহজ ১৪৪৩

দুই বাইক আরোহীসহ সড়কে ঝরল ৩ জন

বগুড়া

জেলা বার্তা পরিবেশক, বগুড়া

বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলো- বগুড়া পলিটেকনিক ৫ম সেমিস্টারের শিক্ষার্থী সাগর মোহন্ত(২১) ও তানভির আহম্মেদ(২২)। এ ঘটনায় কাপ্তাই পলিটেকনিকের শিক্ষার্থী মোটরসাইকেল চালক আশাফুদৌলা সানি(২২) গুরুতর আহত হন।

বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ ৩ জনের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর সঙ্গে কাপ্তাই পলিটেকনিকের এক শিক্ষার্থী একই মোটরসাইকেলে ছিলেন। এদের মধ্যে একজনের বাড়ি বগুড়ায় এবং অপর দুজনের বাড়ি সিরাজগঞ্জে। গত শনিবার দুপুরে তারা ৩ জন মোটরসাইকেলে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে শহরের মাটিডালি এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মাদলা ব্রিজের নিকট নিকট নিশ্চিন্তপুর এলাকায় মাটিডালির দিক থেকে আসা শেরপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। শাজাহানপুর থানার ওসি জানান, এতে মটরসাইকেলের ৩ আরোহী গুরুতর অহত হন। তাদের দ্রুত উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আধা ঘন্টার ব্যবধানে ২ জন মারা যান। পুলিশ জানায়, নিহতদের মধ্যে সাগরের বাড়ি শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকায়। নিহত অপরজন তানভীর সিরাজগঞ্জের শাহজাদপুর এবং চিকিৎসাধীন আশাফুদৌলা সানির বাড়ি সিরাজগঞ্জ সদর এলাকায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। এঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

টঙ্গী

প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় ফাতেমা হক (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার টঙ্গী-গাজীপুর শাখা সড়কের বনমালা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মৃত ফাতেমা হক টঙ্গীর দত্তপাড়া টেকপাড়া এলাকার সামসুল হকের মেয়ে। সে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ জানায়, শনিবার সকালে ফাতেমা তার ফুফু শাহনাজ বেগমের সঙ্গে অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা কহিনুর কেমিক্যাল লিমিটেড নামক কারখানার স্টাফ বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায় ফাতেমা। পরে বাসের চাকায় তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে জব্দ করে পুলিশে খবর দেয়।