‘পাপবাজার’ সমাজের অবক্ষয়ের প্রতিচ্ছবি

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’ । নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয়ের বিষয় উপজীব্য করেই মূলত নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুনী অভিনেত্র কাজী নওশাবা আহমেদ ও আলভি মামুন। নওশাবা অভিনয় করেছেন মেহুল চরিত্রে , আলভি অভিনয় করেছেন মুকুল চরিত্রে। এর কাহিনী, চিত্রনাট্য রচনা করেছেন নোমান হোসেন ও অনিক কান্তি সরকার। নির্মাণ করেছেন অনিক কান্তি সরকার। গেলো ১ জুলাই এটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

নওশাবা বলেন,‘ এই চলচ্চিত্রে যারা কাজ করেছেন তারা সবাই মূলত থিয়েটার ব্যঅকগ্রাউ-ের। আর এই কাজটি যেহেতু একটি আন্দোলনের মতো এবং আমি এই ধরনের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, আগ্রহবোধ করি। গ্রামের সহজ সরল একটি মেয়ের জীবনে কীভাবে আসলে পরিবর্তন আসে বা বিভীষিকাময় এক জীবনের মুখোমুখি হতে হয় তাকে তা এই গল্পে দেখানো হয়েছে। কাজটি বেশ যতœ নিয়ে নির্মাণ করা হয়েছে। ’ আলভি মামুন বলেন,‘ পাপবাজারে আমার চরিত্রটি আমার যারা ভক্ত-দর্শক, পরিবার সবাই খুউব পছন্দ করেছে। দর্শকের কাছে ভালোলাগছে-এটাই আমার প্রাপ্তি। আগামীতে আরো ভালো ভালো গল্পে কাজ করতে চাই।’ গেলো ঈদে নওশাবা আরিফ আহমেদ’র ‘ঘ্রাণ’ নাটকেও অভিনয় করেছেন। এদিকে আগামী সেপ্টেম্বরে আমেরিকায় প্রদর্শিত হবে আলভি মামুন পরিচালিত ‘জেলখানার চিঠি’।

সোমবার, ২৫ জুলাই ২০২২ , ১০ শ্রাবণ ১৪২৯ ২৬ জিলহজ ১৪৪৩

‘পাপবাজার’ সমাজের অবক্ষয়ের প্রতিচ্ছবি

বিনোদন প্রতিবেদক

image

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’ । নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয়ের বিষয় উপজীব্য করেই মূলত নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুনী অভিনেত্র কাজী নওশাবা আহমেদ ও আলভি মামুন। নওশাবা অভিনয় করেছেন মেহুল চরিত্রে , আলভি অভিনয় করেছেন মুকুল চরিত্রে। এর কাহিনী, চিত্রনাট্য রচনা করেছেন নোমান হোসেন ও অনিক কান্তি সরকার। নির্মাণ করেছেন অনিক কান্তি সরকার। গেলো ১ জুলাই এটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

নওশাবা বলেন,‘ এই চলচ্চিত্রে যারা কাজ করেছেন তারা সবাই মূলত থিয়েটার ব্যঅকগ্রাউ-ের। আর এই কাজটি যেহেতু একটি আন্দোলনের মতো এবং আমি এই ধরনের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, আগ্রহবোধ করি। গ্রামের সহজ সরল একটি মেয়ের জীবনে কীভাবে আসলে পরিবর্তন আসে বা বিভীষিকাময় এক জীবনের মুখোমুখি হতে হয় তাকে তা এই গল্পে দেখানো হয়েছে। কাজটি বেশ যতœ নিয়ে নির্মাণ করা হয়েছে। ’ আলভি মামুন বলেন,‘ পাপবাজারে আমার চরিত্রটি আমার যারা ভক্ত-দর্শক, পরিবার সবাই খুউব পছন্দ করেছে। দর্শকের কাছে ভালোলাগছে-এটাই আমার প্রাপ্তি। আগামীতে আরো ভালো ভালো গল্পে কাজ করতে চাই।’ গেলো ঈদে নওশাবা আরিফ আহমেদ’র ‘ঘ্রাণ’ নাটকেও অভিনয় করেছেন। এদিকে আগামী সেপ্টেম্বরে আমেরিকায় প্রদর্শিত হবে আলভি মামুন পরিচালিত ‘জেলখানার চিঠি’।