পরপর নয় দিন পতনের পর শেয়ারবাজারে উত্থান

অবশেষে উত্থানে ফিরলো দেশের শেয়ারবাজার। পবিত্র ঈদুল আজহার পর গতকাল পর্যন্ত টানা ৯ কার্যদিবসে পতন হয়েছে শেয়ারবাজারে। রেগুলেটররা শেয়ারবাজারকে উত্থানে ফেরাতে নানামুখী উদ্যোগ নিলেও কাজে আসছিল না। তবে শেয়ারবাজারে অর্থ প্রবাহ বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটালে নজরদারি করার সিদ্ধান্তের পর শেয়ারবাজার উত্থানে ফিরেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৫ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮২.৮৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৩২.৩২ পয়েন্টে এবং দুই হাজার ১৭৭.১৯ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার যা আগের কার্যদিবস হতে ১৬৮ কোটি ৯৮ টাকা বেশি। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২ টির বা ১০.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩১৮ টির বা ৮৩.২৫ শতাংশের এবং ২২ টির বা ৫.৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৫.৩৭ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২২.৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১ টির কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর। গতকাল সিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৮.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ১.৯৮ শতাংশ, মিরাকলের ১.৯৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১.৯৭ শতাংশ, ইমাম বাটনের ১.৯৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১.৯৬ শতাংশ এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৬টির বা ৫১.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ , ১১ শ্রাবণ ১৪২৯ ২৭ জিলহজ ১৪৪৩

পরপর নয় দিন পতনের পর শেয়ারবাজারে উত্থান

অর্থনৈতিক বার্তা পরিবেশক

অবশেষে উত্থানে ফিরলো দেশের শেয়ারবাজার। পবিত্র ঈদুল আজহার পর গতকাল পর্যন্ত টানা ৯ কার্যদিবসে পতন হয়েছে শেয়ারবাজারে। রেগুলেটররা শেয়ারবাজারকে উত্থানে ফেরাতে নানামুখী উদ্যোগ নিলেও কাজে আসছিল না। তবে শেয়ারবাজারে অর্থ প্রবাহ বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটালে নজরদারি করার সিদ্ধান্তের পর শেয়ারবাজার উত্থানে ফিরেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৫ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮২.৮৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৩২.৩২ পয়েন্টে এবং দুই হাজার ১৭৭.১৯ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার যা আগের কার্যদিবস হতে ১৬৮ কোটি ৯৮ টাকা বেশি। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২ টির বা ১০.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩১৮ টির বা ৮৩.২৫ শতাংশের এবং ২২ টির বা ৫.৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৫.৩৭ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২২.৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১ টির কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর। গতকাল সিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৮.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ১.৯৮ শতাংশ, মিরাকলের ১.৯৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১.৯৭ শতাংশ, ইমাম বাটনের ১.৯৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১.৯৬ শতাংশ এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৬টির বা ৫১.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।