চবিতে ছাত্রী হেনস্তা, ৪ ছাত্রলীগ কর্মী এক বছর বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন সময়ে যৌন হয়রানির তিন ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত চার ছাত্রলীগ কর্মী হলোÑ আরবি বিভাগের জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুবেল, দর্শন বিভগের ইমন ও রাজু। তারা সবাই দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী।

এছাড়া ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্সের এক অধ্যাপক ও রসায়ন বিভাগের এক শিক্ষার্থীকে কঠোর সতর্কবার্তা ও মুচলেকা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ সেলে বিবেচনাধীন তিন অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর চবি কেন্দ্রীয় মসজিদের সামনে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রী হয়রানির শিকার হন। এতে অভিযুক্ত চার ছাত্রলীগ কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

রেজিস্ট্রার আরও বলেন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের শিক্ষা সফরে ছাত্রীকে অশালীন শব্দচয়নের অভিযোগ ওঠে। এতে অভিযুক্ত অধ্যাপক এটিএম রফিকুল হককে লিখিত সতর্কবার্তা দেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকসুলভ আচরণ করা ও শব্দচয়নে সতর্ক হতে হবে। খালেদা জিয়া হলের এক ছাত্রীকে হয়রানির ঘটনায় রসায়নের এক শিক্ষার্থীকেও সতর্ক ও মুচলেকা নেয়া হবে। ভবিষ্যতে তারা এরকম কোন কাজ করলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পাশে এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক বন্ধুকেও মারধর করা হয়। পরে ২৩ হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এর জেরে চার দফা দাবিতে আন্দোলন শুরু করে আবাসিক হলের ছাত্রীরা। এতে তাদের একটি দাবি ছিল যৌন নিপীড়ন সেলে থাকা সব অভিযোগের নিষ্পত্তি করতে হবে।

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ , ১১ শ্রাবণ ১৪২৯ ২৭ জিলহজ ১৪৪৩

চবিতে ছাত্রী হেনস্তা, ৪ ছাত্রলীগ কর্মী এক বছর বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন সময়ে যৌন হয়রানির তিন ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত চার ছাত্রলীগ কর্মী হলোÑ আরবি বিভাগের জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুবেল, দর্শন বিভগের ইমন ও রাজু। তারা সবাই দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী।

এছাড়া ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্সের এক অধ্যাপক ও রসায়ন বিভাগের এক শিক্ষার্থীকে কঠোর সতর্কবার্তা ও মুচলেকা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ সেলে বিবেচনাধীন তিন অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর চবি কেন্দ্রীয় মসজিদের সামনে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রী হয়রানির শিকার হন। এতে অভিযুক্ত চার ছাত্রলীগ কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

রেজিস্ট্রার আরও বলেন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের শিক্ষা সফরে ছাত্রীকে অশালীন শব্দচয়নের অভিযোগ ওঠে। এতে অভিযুক্ত অধ্যাপক এটিএম রফিকুল হককে লিখিত সতর্কবার্তা দেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকসুলভ আচরণ করা ও শব্দচয়নে সতর্ক হতে হবে। খালেদা জিয়া হলের এক ছাত্রীকে হয়রানির ঘটনায় রসায়নের এক শিক্ষার্থীকেও সতর্ক ও মুচলেকা নেয়া হবে। ভবিষ্যতে তারা এরকম কোন কাজ করলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পাশে এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক বন্ধুকেও মারধর করা হয়। পরে ২৩ হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এর জেরে চার দফা দাবিতে আন্দোলন শুরু করে আবাসিক হলের ছাত্রীরা। এতে তাদের একটি দাবি ছিল যৌন নিপীড়ন সেলে থাকা সব অভিযোগের নিষ্পত্তি করতে হবে।