তিন জেলায় সড়কে ঝরলো ৫ প্রাণ

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নেত্রকোনায় ও নড়াইলে ২ জন করে এবং হবিগঞ্জে একজন প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

নেত্রকোনা : নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার মহিষবেড় নামক স্থানে ট্রাক অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত ও চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের জাহির উদ্দিনের ছেলে সুরুজ আলী (৬৫) একই উপজেলার গৌরাকান্দা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শাহজাহান মিয়া (৩০)। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার থেকে একটি অটোরিকশা সাত যাত্রী নিয়ে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল।

অটোরিকশাটি মহিষবেগ নামক স্থানে পৌঁছলে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার যাত্রী সুরুজ আলী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় অন্য ছয়যাত্রীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শাহ্জাহান মিয়া নামের আরেক যাত্রী মারা যায়। অটোরিকশার চালকসহ অন্যান্য আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে।

নড়াইল : নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এরমধ্যে গতকাল সকাল ৯টার দিকে নতুন বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন বিশ্বাস (৩০) নিহত হয়েছেন। মিলন ট্রাক শ্রমিক ইউনিয়নের টাকা তোলার সময় তাকে মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। নড়াইল সদর হাসপাতাল থেকে যশোর নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলন ভাদুলিডাঙ্গা এলাকার দিনবন্ধু বিশ্বাসের ছেলে।

এদিকে নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার তূর্য খান (৩৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা গেছেন। তিনদিন আগে যশোরের ভাঙুড়া বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তূর্য বরাশুলার জাফর খানের ছেলে।

হবিগঞ্জ : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বডচর নামক স্থানে দুপুরে একটি কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক। ওই সময় ধাক্কায় ট্রাক চালক আজিজ মিয়া (৫০) ঘটনাস্থলে নিহত হন। গতকাল এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও পুুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৪৩৯৯) সিলেটগ্রামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ২০-৮৮০৭) কে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। নিহত ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মৃত কালু মিয়ার পুত্র আজিজ মিয়া দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মরাদেহ উদ্ধার করে হাইওয়ে থানা নিয়ে আসেন। শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ পরিমল দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ , ১১ শ্রাবণ ১৪২৯ ২৭ জিলহজ ১৪৪৩

তিন জেলায় সড়কে ঝরলো ৫ প্রাণ

সংবাদ ডেস্ক

image

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নেত্রকোনায় ও নড়াইলে ২ জন করে এবং হবিগঞ্জে একজন প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

নেত্রকোনা : নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার মহিষবেড় নামক স্থানে ট্রাক অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত ও চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের জাহির উদ্দিনের ছেলে সুরুজ আলী (৬৫) একই উপজেলার গৌরাকান্দা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শাহজাহান মিয়া (৩০)। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার থেকে একটি অটোরিকশা সাত যাত্রী নিয়ে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল।

অটোরিকশাটি মহিষবেগ নামক স্থানে পৌঁছলে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার যাত্রী সুরুজ আলী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় অন্য ছয়যাত্রীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শাহ্জাহান মিয়া নামের আরেক যাত্রী মারা যায়। অটোরিকশার চালকসহ অন্যান্য আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে।

নড়াইল : নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এরমধ্যে গতকাল সকাল ৯টার দিকে নতুন বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন বিশ্বাস (৩০) নিহত হয়েছেন। মিলন ট্রাক শ্রমিক ইউনিয়নের টাকা তোলার সময় তাকে মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। নড়াইল সদর হাসপাতাল থেকে যশোর নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলন ভাদুলিডাঙ্গা এলাকার দিনবন্ধু বিশ্বাসের ছেলে।

এদিকে নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার তূর্য খান (৩৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা গেছেন। তিনদিন আগে যশোরের ভাঙুড়া বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তূর্য বরাশুলার জাফর খানের ছেলে।

হবিগঞ্জ : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বডচর নামক স্থানে দুপুরে একটি কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক। ওই সময় ধাক্কায় ট্রাক চালক আজিজ মিয়া (৫০) ঘটনাস্থলে নিহত হন। গতকাল এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও পুুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৪৩৯৯) সিলেটগ্রামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ২০-৮৮০৭) কে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। নিহত ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মৃত কালু মিয়ার পুত্র আজিজ মিয়া দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মরাদেহ উদ্ধার করে হাইওয়ে থানা নিয়ে আসেন। শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ পরিমল দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।