খাদ্য সংকট নিয়ে আলোচনার জন্য আফ্রিকায় ম্যাখোঁ

আফ্রিকায় চার দিনের সিরিজ সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সফরের প্রথম ধাপে সোমবার মধ্য আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ ক্যামেরুন গেছেন তিনি। সেখানে তিনি বিশেষ করে খাদ্য উৎপাদন নিয়ে দেশটির নেতাদের সঙ্গে কথা বলবেন।

ইউক্রেন থেকে এ অঞ্চলে খাদ্যশস্য সরবরাহের যে সংকট তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠার প্রচেষ্টায় এগ্রিকালচার হাব হিসেবে বিবেচিত ক্যামেরুন কিভাবে সাহায্য করতে পারে তার ওপর জোর দেবেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আলজাজিরা।

ক্যামেরুন সফর শেষে আফ্রিকার আরও দুই দেশ বেনিন এবং গিনি বিসাউতে যাওয়ার কথা রয়েছে ম্যাখোঁর। ফরাসি প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচনে জয়লাভের পর ইউরোপের বাইরে এটিই তার প্রথম কূটনৈতিক সফর।

এমন সময়ে তিনি এ সফরে গেলেন যার মাত্র দুই দিন আগেই আফ্রিকা ছুটে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আফ্রিকায় সিরিজ সফরের অংশ হিসেবে রবিবার মিসর যান তিনি। সেখান থেকে ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গো যাওয়ার কথা রয়েছে তার। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে।

বুধবার, ২৭ জুলাই ২০২২ , ১২ শ্রাবণ ১৪২৯ ২৮ জিলহজ ১৪৪৩

খাদ্য সংকট নিয়ে আলোচনার জন্য আফ্রিকায় ম্যাখোঁ

আফ্রিকায় চার দিনের সিরিজ সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সফরের প্রথম ধাপে সোমবার মধ্য আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ ক্যামেরুন গেছেন তিনি। সেখানে তিনি বিশেষ করে খাদ্য উৎপাদন নিয়ে দেশটির নেতাদের সঙ্গে কথা বলবেন।

ইউক্রেন থেকে এ অঞ্চলে খাদ্যশস্য সরবরাহের যে সংকট তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠার প্রচেষ্টায় এগ্রিকালচার হাব হিসেবে বিবেচিত ক্যামেরুন কিভাবে সাহায্য করতে পারে তার ওপর জোর দেবেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আলজাজিরা।

ক্যামেরুন সফর শেষে আফ্রিকার আরও দুই দেশ বেনিন এবং গিনি বিসাউতে যাওয়ার কথা রয়েছে ম্যাখোঁর। ফরাসি প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচনে জয়লাভের পর ইউরোপের বাইরে এটিই তার প্রথম কূটনৈতিক সফর।

এমন সময়ে তিনি এ সফরে গেলেন যার মাত্র দুই দিন আগেই আফ্রিকা ছুটে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আফ্রিকায় সিরিজ সফরের অংশ হিসেবে রবিবার মিসর যান তিনি। সেখান থেকে ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গো যাওয়ার কথা রয়েছে তার। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে।