রাহুল গান্ধী আটক

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে বিক্ষোভস্থল থেকে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল তার মা ও কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীকে দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় রাজধানী দিল্লিতে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিরোধী নেতারা তদন্ত সংস্থাগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়াসহ বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করলে সেখানে নেতৃত্ব দেন তিনি।

ইন্দিরা গান্ধী ও রাহুল গান্ধীর সাদাকালো ছবি দিয়ে একটি টুইট বার্তা শেয়ার করেছে কংগ্রেস। যাতে লেখা হয়, ‘ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে’।

আটকের আগে রাহুল গান্ধী বলেন, ‘আমি গ্রেফতার হওয়াকে বিবেচনা করছি না, আমি আন্দোলন করছি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেকারত্বের বিরুদ্ধে, জনগণের কণ্ঠস্বরের জন্য...’। এসময় তিনি রাজপথে একাই বসা ছিলেন, ততক্ষণে তার পাশে থাকা অন্যদের গ্রেফতার করা হয়ে গেছে। দেখা যায়, তিনি নিজের মোবাইল বের করে পুলিশ সদস্যদের ছবি তুলছেন। প্রায় ৩০ মিনিট পর তাকে আটক করে একটি বাসে তুলে দেয় পুলিশ। টেনে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র, (নরেন্দ্র মোদি) একজন রাজা’।

ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংক্রান্ত দুর্নীতির মামলায় কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করে ইডি। এসময় সোনিয়া গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াংকা গান্ধীও ছিলেন।

বুধবার, ২৭ জুলাই ২০২২ , ১২ শ্রাবণ ১৪২৯ ২৮ জিলহজ ১৪৪৩

রাহুল গান্ধী আটক

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে বিক্ষোভস্থল থেকে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল তার মা ও কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীকে দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় রাজধানী দিল্লিতে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিরোধী নেতারা তদন্ত সংস্থাগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়াসহ বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করলে সেখানে নেতৃত্ব দেন তিনি।

ইন্দিরা গান্ধী ও রাহুল গান্ধীর সাদাকালো ছবি দিয়ে একটি টুইট বার্তা শেয়ার করেছে কংগ্রেস। যাতে লেখা হয়, ‘ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে’।

আটকের আগে রাহুল গান্ধী বলেন, ‘আমি গ্রেফতার হওয়াকে বিবেচনা করছি না, আমি আন্দোলন করছি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেকারত্বের বিরুদ্ধে, জনগণের কণ্ঠস্বরের জন্য...’। এসময় তিনি রাজপথে একাই বসা ছিলেন, ততক্ষণে তার পাশে থাকা অন্যদের গ্রেফতার করা হয়ে গেছে। দেখা যায়, তিনি নিজের মোবাইল বের করে পুলিশ সদস্যদের ছবি তুলছেন। প্রায় ৩০ মিনিট পর তাকে আটক করে একটি বাসে তুলে দেয় পুলিশ। টেনে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র, (নরেন্দ্র মোদি) একজন রাজা’।

ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংক্রান্ত দুর্নীতির মামলায় কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করে ইডি। এসময় সোনিয়া গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াংকা গান্ধীও ছিলেন।