শিশু পার্কে পশুর খামার দুর্গন্ধে দুর্ভোগ দর্শনার্থীদের

সিরাজগঞ্জ পৌরসভার শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কে ব্যবসায়িকভাবে মুরগি ও গরুর খামার গড়ে তোলায় দুর্গন্ধে অতিষ্ঠ দর্শনার্থী। প্রথমদিকে শিশু পার্কে দর্শনার্থীর সংখ্যা বেশি হলেও বর্তমানে মুরগি ও গরুর খামার প্রতিষ্ঠা করায় বিষ্ঠার দুর্গন্ধের কারণে দর্শনার্থীর সংখ্যা কমতে শুরু করেছে।

পার্কের মধ্যেই দেখা হয় হোসেনপুর গ্রামের আফিফা সুলতানা দম্পতির সঙ্গে। তিনি বলেন, এই পার্কে মাঝে মাঝেই সন্তানকে নিয়ে ঘুরতে আসি। পার্কের শেষ প্রা?ন্তে বেশকিছু মুরগির খামার করায় চরম দুর্গন্ধ পোহাতে হয়। যে কারণে পার্ক থেকে মুরগির দুর্গন্ধযুক্ত খামার খুব দ্রুত অপসারণ করে শিশুদের খেলাধুলার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পৌর কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।

সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বাসিন্দা শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কের শেষ প্রান্তে মুরগির খামার ও বিভিন্ন পশুর বিষ্ঠার দুর্গন্ধে আর যাওয়া যায় না। তাই এখন আর তেমন আসি না আসলেও সামনের দিকে ঘুরিয়ে চলে যাই।

বি এল উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাইমুল ইসলাম বলেন, স্কুলের গেটের কাছে আমাদের শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক, পার্কের মধ্যে তো ঢুকাই যায় না। বরং আমাদের রাস্তা দিয়ে চলাচল করতে অনেক অসুবিধা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীরা স্মৃতি পৌর শিশু পার্ক এর এক কর্মচারীর বরাত দিয়ে বলেন, সিরাজগঞ্জের একজন প্রভাবশালী ব্যাক্তির নেতৃত্বে এখানে বিভিন্ন প্রকার মুরগি, গরু পালন করা হচ্ছে। এই খামারের বিষ্ঠার দুর্গন্ধে পার্কের দর্শনার্থীদের কষ্ট হচ্ছে। তারা পার্কের মধ্যে ভালভাবে ঘুরতে পারছে না। এছাড়াও এই দুর্গন্ধের কারণে শিশুরা বিভিন্ন রাইডে উঠতে পারছে না। খুব দ্রুত মুরগির খামার অপসারণ করা প্রয়োজন।

সিরাজগঞ্জ পৌরসভার (প্যানেল মেয়র-১) মো: নূরুল হক বলেন, শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কে মুরগির খামারের জন্য পরিবেশ নষ্ট হলে অতিসত্ব¡র পৌরসভা থেকে লোক পাঠিয়ে তদন্ত সাপেক্ষে খামার অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করব।

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ , ১৩ শ্রাবণ ১৪২৯ ২৯ জিলহজ ১৪৪৩

শিশু পার্কে পশুর খামার দুর্গন্ধে দুর্ভোগ দর্শনার্থীদের

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জ : শহীদ শেখ রাসেল শিশু পার্কে মুরগির খামার -সংবাদ

সিরাজগঞ্জ পৌরসভার শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কে ব্যবসায়িকভাবে মুরগি ও গরুর খামার গড়ে তোলায় দুর্গন্ধে অতিষ্ঠ দর্শনার্থী। প্রথমদিকে শিশু পার্কে দর্শনার্থীর সংখ্যা বেশি হলেও বর্তমানে মুরগি ও গরুর খামার প্রতিষ্ঠা করায় বিষ্ঠার দুর্গন্ধের কারণে দর্শনার্থীর সংখ্যা কমতে শুরু করেছে।

পার্কের মধ্যেই দেখা হয় হোসেনপুর গ্রামের আফিফা সুলতানা দম্পতির সঙ্গে। তিনি বলেন, এই পার্কে মাঝে মাঝেই সন্তানকে নিয়ে ঘুরতে আসি। পার্কের শেষ প্রা?ন্তে বেশকিছু মুরগির খামার করায় চরম দুর্গন্ধ পোহাতে হয়। যে কারণে পার্ক থেকে মুরগির দুর্গন্ধযুক্ত খামার খুব দ্রুত অপসারণ করে শিশুদের খেলাধুলার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পৌর কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।

সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বাসিন্দা শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কের শেষ প্রান্তে মুরগির খামার ও বিভিন্ন পশুর বিষ্ঠার দুর্গন্ধে আর যাওয়া যায় না। তাই এখন আর তেমন আসি না আসলেও সামনের দিকে ঘুরিয়ে চলে যাই।

বি এল উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাইমুল ইসলাম বলেন, স্কুলের গেটের কাছে আমাদের শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক, পার্কের মধ্যে তো ঢুকাই যায় না। বরং আমাদের রাস্তা দিয়ে চলাচল করতে অনেক অসুবিধা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীরা স্মৃতি পৌর শিশু পার্ক এর এক কর্মচারীর বরাত দিয়ে বলেন, সিরাজগঞ্জের একজন প্রভাবশালী ব্যাক্তির নেতৃত্বে এখানে বিভিন্ন প্রকার মুরগি, গরু পালন করা হচ্ছে। এই খামারের বিষ্ঠার দুর্গন্ধে পার্কের দর্শনার্থীদের কষ্ট হচ্ছে। তারা পার্কের মধ্যে ভালভাবে ঘুরতে পারছে না। এছাড়াও এই দুর্গন্ধের কারণে শিশুরা বিভিন্ন রাইডে উঠতে পারছে না। খুব দ্রুত মুরগির খামার অপসারণ করা প্রয়োজন।

সিরাজগঞ্জ পৌরসভার (প্যানেল মেয়র-১) মো: নূরুল হক বলেন, শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কে মুরগির খামারের জন্য পরিবেশ নষ্ট হলে অতিসত্ব¡র পৌরসভা থেকে লোক পাঠিয়ে তদন্ত সাপেক্ষে খামার অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করব।