পঞ্চগড়ে ২ চা কারখানাকে ১৭ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে মূল্য নির্ধারণ কমিটির ধার্যকৃত ১৮ টাকার চেয়ে কম দাম দিয়ে কৃষকদের কাছ থেকে কাঁচা চা পাতার ক্রয় করাসহ মূল্য তালিকা না টানায় ২ চা কারখানায় অভিযান পরিচালনা করে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মরগ্যান টি ফ্যাক্টরিতে ও সাজেদা রফিক টি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন পঞ্চগড় সদর ইউএনও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

অভিযান সূত্রে জানা যায়, চা কারখানাগুলো মূল্য নির্ধারণ কমিটির ধার্যকৃত দামের চেয়ে অনেক কমে কৃষকদের কাছ থেকে চা পাতা ক্রয় করছে। এতে করে লোকসানে পড়ছে চা কৃষকেরা। পরে বিষয়টিকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে মরগ্যান টি ফ্যাক্টরিতে মূল্য তালিকা না থাকার পাশাপাশি কম মূল্যে চা পাতা নেয়ায় ১২ হাজার টাকা ও সাজেদা রফিক টি ফ্যাক্টরিতে ৫ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চা বোর্ড পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবিরসহ সঙ্গীয় ফোর্স।

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ , ১৩ শ্রাবণ ১৪২৯ ২৯ জিলহজ ১৪৪৩

পঞ্চগড়ে ২ চা কারখানাকে ১৭ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, পঞ্চগড়

image

পঞ্চগড় : গত মঙ্গলবার চা কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই কারখানাকে জরিমানা করা হয় -সংবাদ

পঞ্চগড়ে মূল্য নির্ধারণ কমিটির ধার্যকৃত ১৮ টাকার চেয়ে কম দাম দিয়ে কৃষকদের কাছ থেকে কাঁচা চা পাতার ক্রয় করাসহ মূল্য তালিকা না টানায় ২ চা কারখানায় অভিযান পরিচালনা করে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মরগ্যান টি ফ্যাক্টরিতে ও সাজেদা রফিক টি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন পঞ্চগড় সদর ইউএনও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

অভিযান সূত্রে জানা যায়, চা কারখানাগুলো মূল্য নির্ধারণ কমিটির ধার্যকৃত দামের চেয়ে অনেক কমে কৃষকদের কাছ থেকে চা পাতা ক্রয় করছে। এতে করে লোকসানে পড়ছে চা কৃষকেরা। পরে বিষয়টিকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে মরগ্যান টি ফ্যাক্টরিতে মূল্য তালিকা না থাকার পাশাপাশি কম মূল্যে চা পাতা নেয়ায় ১২ হাজার টাকা ও সাজেদা রফিক টি ফ্যাক্টরিতে ৫ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চা বোর্ড পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবিরসহ সঙ্গীয় ফোর্স।