পুনর্বাসন দাবি, হাজার হাজার ভূমিহীনের রংপুর ডিসি অফিস ঘেরাও

বর্তমান প্রচলিত আইন সংশোধন করে সিটি করপোরেশনের অকৃষি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসন, ভোজ্যতেল-চাল-ডাল-আটা-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম কমানো এবং শ্রমজীবী ও গরিব মানুষের জন্য অল্প দামে রেশনের দাবিতে গতকাল হাজার হাজার গৃহহীন নারী-পুরুষ রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে। এর আগে বিভাগীয় নগরী রংপুর এলাকা থেকে হাজার হাজার গৃহহীন শ্রমজীবী ও সহায়-সম্বলহীন নারী-পুরুষ রংপুর প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। এরপর তারা বিক্ষোভ মিছিল করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থানকালে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের নেতা চানমিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, সদস্য-সচিব আহসানুল আরেফিন তিতু, ভূমিহীন শফিকুল ইসলাম, মীলা বেগম, রুপানা বেগম, মল্লিকা রানী, পরিতোষ রায়সহ অন্যরা।

তারা বলেন, বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র সে দায়িত্ব পালন না করে উল্টো রেলের ধারে খাসজমিতে যারা কোনরকম মাথা গোঁজার ঠাঁই করেছে তাদের উচ্ছেদ করার হুমকি দিচ্ছে হাইকোর্টের সুনিদৃষ্ট নির্দেশ অনুসারে পুনর্বাসন ছাড়া কোন বস্তি উচ্ছেদ করা যাবে না। কিন্তু রংপুরের প্রশাসন হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বিভিন্ন বস্তিতে বসবাসকারী শত শত পরিবারকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। বক্তারা বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন কোন মানুষ গৃহহীন থাকবে না।

গত তিন দিন আগে প্রধানমন্ত্রী বলেছেন ‘কোথাও ভূমিহীনের খবর পেলে আমাদের জানাবেন, আমরা বাসস্থান ও কাজের ব্যবস্থা করবো।’ তাই এইসব ভূমিহীন, গৃহহীন মানুষকে অবিলম্বে পুনর্বাসন করতে হবে। নেতারা আরও বলেন, সব নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী র্কমজীবী ও নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর দিন-যাপন করছে।

সমাবেশ থেকে অবিলম্বে সব খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে অল্প মূল্যে রেশনের মাধ্যমে প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নেতারা আরও বলেন, অবিলম্বে রংপুর সিটি করপোরেশনের সব ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে আগামী সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদম ঘেরাও করা হবে। সমাবেশ থেকে স্থানীয় এমপি ও জাতীয় সংসদের স্পিকারের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

শুক্রবার, ২৯ জুলাই ২০২২ , ১৪ শ্রাবণ ১৪২৯ ২৯ জিলহজ ১৪৪৩

পুনর্বাসন দাবি, হাজার হাজার ভূমিহীনের রংপুর ডিসি অফিস ঘেরাও

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

image

রংপুর : পুনর্বাসন দাবিতে ভূমিহীনদের ডিসি অফিস ঘেরাও -সংবাদ

বর্তমান প্রচলিত আইন সংশোধন করে সিটি করপোরেশনের অকৃষি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসন, ভোজ্যতেল-চাল-ডাল-আটা-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম কমানো এবং শ্রমজীবী ও গরিব মানুষের জন্য অল্প দামে রেশনের দাবিতে গতকাল হাজার হাজার গৃহহীন নারী-পুরুষ রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে। এর আগে বিভাগীয় নগরী রংপুর এলাকা থেকে হাজার হাজার গৃহহীন শ্রমজীবী ও সহায়-সম্বলহীন নারী-পুরুষ রংপুর প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। এরপর তারা বিক্ষোভ মিছিল করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থানকালে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের নেতা চানমিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, সদস্য-সচিব আহসানুল আরেফিন তিতু, ভূমিহীন শফিকুল ইসলাম, মীলা বেগম, রুপানা বেগম, মল্লিকা রানী, পরিতোষ রায়সহ অন্যরা।

তারা বলেন, বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র সে দায়িত্ব পালন না করে উল্টো রেলের ধারে খাসজমিতে যারা কোনরকম মাথা গোঁজার ঠাঁই করেছে তাদের উচ্ছেদ করার হুমকি দিচ্ছে হাইকোর্টের সুনিদৃষ্ট নির্দেশ অনুসারে পুনর্বাসন ছাড়া কোন বস্তি উচ্ছেদ করা যাবে না। কিন্তু রংপুরের প্রশাসন হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বিভিন্ন বস্তিতে বসবাসকারী শত শত পরিবারকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। বক্তারা বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন কোন মানুষ গৃহহীন থাকবে না।

গত তিন দিন আগে প্রধানমন্ত্রী বলেছেন ‘কোথাও ভূমিহীনের খবর পেলে আমাদের জানাবেন, আমরা বাসস্থান ও কাজের ব্যবস্থা করবো।’ তাই এইসব ভূমিহীন, গৃহহীন মানুষকে অবিলম্বে পুনর্বাসন করতে হবে। নেতারা আরও বলেন, সব নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী র্কমজীবী ও নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর দিন-যাপন করছে।

সমাবেশ থেকে অবিলম্বে সব খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে অল্প মূল্যে রেশনের মাধ্যমে প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নেতারা আরও বলেন, অবিলম্বে রংপুর সিটি করপোরেশনের সব ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে আগামী সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদম ঘেরাও করা হবে। সমাবেশ থেকে স্থানীয় এমপি ও জাতীয় সংসদের স্পিকারের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।