টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ইলন

প্রযুক্তি সংস্থা টুইটারের করা ৪৪ বিলিয়ন ডলার বা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার চুক্তির মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। টুইটারের বিরুদ্ধে ১৬৪ পাতার পিটিশন দাখিল করেছেন মাস্কের আইনজীবী। সেখানে কী লেখা আছে তা অবশ্য প্রকাশ্যে আসেনি। মামলা নিয়ে টুইটারও মুখ খোলেনি। ডেলাওয়্যার রাজ্যের চ্যান্সারি কোর্ট শুক্রবার এক নোটিশে বলেছে, মাস্ক টুইটারের দাবির বিরুদ্ধে আইনি প্রতিরক্ষা মাউন্ট করেছেন। বার্তা সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যান্সেরি কোর্টের প্রধান বিচারক ক্যাথালিন সেন্ট জে ম্যাককরমিক এই বিলিয়নিয়ারের অনুরোধে পরের বছর ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের পরিবর্তে ১৭ অক্টোবর থেকে পাঁচ দিনের বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন।

টুইটার বোর্ড মাস্ককে শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের অফার দিয়ে প্ররোচিত করেছেন। কিন্তু ৮ই জুলাই টুইটারে থাকা জাল বা স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যার বিষয়ে তাকে বিভ্রান্ত করার অভিযোগে তাদের চুক্তি বাতিল করছেন বলে ঘোষণা দেন মাস্ক। মাস্কের ১৬৪-পৃষ্ঠার পাল্টা দাবিটি গোপনীয় হিসাবে জমা দেয়া হয়েছিল, তবে আদালতের নিয়ম অনুসারে তাকে সংবেদনশীল তথ্য সংশোধন করে পাবলিক সংস্করণ করে জমা দিতে হবে।

রবিবার, ৩১ জুলাই ২০২২ , ১৬ শ্রাবণ ১৪২৯ ১ মহররম ১৪৪৪

টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ইলন

প্রযুক্তি সংস্থা টুইটারের করা ৪৪ বিলিয়ন ডলার বা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার চুক্তির মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। টুইটারের বিরুদ্ধে ১৬৪ পাতার পিটিশন দাখিল করেছেন মাস্কের আইনজীবী। সেখানে কী লেখা আছে তা অবশ্য প্রকাশ্যে আসেনি। মামলা নিয়ে টুইটারও মুখ খোলেনি। ডেলাওয়্যার রাজ্যের চ্যান্সারি কোর্ট শুক্রবার এক নোটিশে বলেছে, মাস্ক টুইটারের দাবির বিরুদ্ধে আইনি প্রতিরক্ষা মাউন্ট করেছেন। বার্তা সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যান্সেরি কোর্টের প্রধান বিচারক ক্যাথালিন সেন্ট জে ম্যাককরমিক এই বিলিয়নিয়ারের অনুরোধে পরের বছর ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের পরিবর্তে ১৭ অক্টোবর থেকে পাঁচ দিনের বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন।

টুইটার বোর্ড মাস্ককে শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের অফার দিয়ে প্ররোচিত করেছেন। কিন্তু ৮ই জুলাই টুইটারে থাকা জাল বা স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যার বিষয়ে তাকে বিভ্রান্ত করার অভিযোগে তাদের চুক্তি বাতিল করছেন বলে ঘোষণা দেন মাস্ক। মাস্কের ১৬৪-পৃষ্ঠার পাল্টা দাবিটি গোপনীয় হিসাবে জমা দেয়া হয়েছিল, তবে আদালতের নিয়ম অনুসারে তাকে সংবেদনশীল তথ্য সংশোধন করে পাবলিক সংস্করণ করে জমা দিতে হবে।