শিরোপা উৎসব বসুন্ধরা কিংসের

প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) শেষটা জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। গতকাল নিজেদের মাঠে শেষ ম্যাচে জিতেই শিরোপা হাতে নিয়ে উৎসব করেছে তারা। গতকাল শেষ ম্যাচে দশ জনের শেখ জামালকে ২-১ গোলে হারিয়েছে দশজনের কিংস। বসুন্ধরার হয়ে মতিন মিয়া ও রবসন দ্য সিলভা রবিনহো গোল দুটি করেন। শেখ জামালের হয়ে এক গোল শোধ দেন আতিকুজ্জামান।

এই জয়ে ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লীগ শেষ করলো হ্যাটট্রিক শিরোপাধারীরা। ৬৬ পয়েন্টের মধ্যে মাত্র নয় পয়েন্ট খুইয়েছে অস্কারের দলটি। অন্য দিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লীগ শেষ করলো চতুর্থ হয়ে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। জামাল হারায় সাইফ স্পোর্টিংয়ের তৃতীয় স্থান সুনিশ্চিত। এক ম্যাচ কম নিয়ে তাদের পয়েন্ট ৩৭।

গতকাল ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠে একটি স্লাইডিং ট্যাকেল নিয়ে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়। এতে দুই দলের ফুটবলাররা বিবাদে জড়ান। ফাউলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জামালের ওতাবেক। অন্যদিকে বাজে ব্যবহারের জন্য লাল কার্ড দেখেন কিংসের ডিফেন্ডার বিশ^নাথ ঘোষ। দশ জন নিয়ে খেলার বিষাদ মুহুর্তেই উবে গেছে রেফারির শেষ বাঁশিতে। কারণ বাংলাদেশের ফুটবল লীগের ইতিহাসে অভিষেকের পর কোন দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পারেনি। কিংস সেটি করে দেখিয়েছে। এবং সেই লীগের ট্রফি উদযাপন নিজেদের ভেন্যুতে হচ্ছে। বাংলাদেশের কোন ক্লাবের নিজস্ব ভেন্যু করার রেকর্ডও কিংসের অধীনে।

শেষে বসুন্ধরার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়।

রবিবার, ৩১ জুলাই ২০২২ , ১৬ শ্রাবণ ১৪২৯ ১ মহররম ১৪৪৪

শিরোপা উৎসব বসুন্ধরা কিংসের

ক্রীড়া বার্তা পরিবেশক

image

হ্যাটট্রিক লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা শেষ ম্যাচের পর ট্রফি নিয়ে উল্লাস করেন

প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) শেষটা জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। গতকাল নিজেদের মাঠে শেষ ম্যাচে জিতেই শিরোপা হাতে নিয়ে উৎসব করেছে তারা। গতকাল শেষ ম্যাচে দশ জনের শেখ জামালকে ২-১ গোলে হারিয়েছে দশজনের কিংস। বসুন্ধরার হয়ে মতিন মিয়া ও রবসন দ্য সিলভা রবিনহো গোল দুটি করেন। শেখ জামালের হয়ে এক গোল শোধ দেন আতিকুজ্জামান।

এই জয়ে ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লীগ শেষ করলো হ্যাটট্রিক শিরোপাধারীরা। ৬৬ পয়েন্টের মধ্যে মাত্র নয় পয়েন্ট খুইয়েছে অস্কারের দলটি। অন্য দিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লীগ শেষ করলো চতুর্থ হয়ে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। জামাল হারায় সাইফ স্পোর্টিংয়ের তৃতীয় স্থান সুনিশ্চিত। এক ম্যাচ কম নিয়ে তাদের পয়েন্ট ৩৭।

গতকাল ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠে একটি স্লাইডিং ট্যাকেল নিয়ে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়। এতে দুই দলের ফুটবলাররা বিবাদে জড়ান। ফাউলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জামালের ওতাবেক। অন্যদিকে বাজে ব্যবহারের জন্য লাল কার্ড দেখেন কিংসের ডিফেন্ডার বিশ^নাথ ঘোষ। দশ জন নিয়ে খেলার বিষাদ মুহুর্তেই উবে গেছে রেফারির শেষ বাঁশিতে। কারণ বাংলাদেশের ফুটবল লীগের ইতিহাসে অভিষেকের পর কোন দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পারেনি। কিংস সেটি করে দেখিয়েছে। এবং সেই লীগের ট্রফি উদযাপন নিজেদের ভেন্যুতে হচ্ছে। বাংলাদেশের কোন ক্লাবের নিজস্ব ভেন্যু করার রেকর্ডও কিংসের অধীনে।

শেষে বসুন্ধরার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়।