ফ্লোর প্রাইসের কারণে বড় উত্থান শেয়ারবাজারে

টানা পতনে টালমাটাল দেশের শেয়ারবাজারকে স্থিতিশীলতায় ফিরাতে গত বৃহস্পতিবার শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোর প্রাইস নির্ধারণের কারণে গতকাল সূচকের বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩.৪৪ পয়েন্ট বা ২.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩.৯৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩১.২৭ পয়েন্ট বা ২.৩৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৩২ পয়েন্ট বা ২.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৩৯.৪৭ পয়েন্টে এবং ২ হাজার ১৯৩.৫৭ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১২৪ কোটি ৫৯ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসইতে গতকাল ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬২টির বা ৯৫.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৭টির বা ১.৮৪ শতাংশের এবং ১০টির বা ২.৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৭৯.১০ পয়েন্ট বা ২.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৭৬.৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৭টির কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর। গতকাল সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬২টির বা ৯৫.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৬.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ১১.৭৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১.৭৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১.২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.২০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১.০৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১০.৯৪ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১০.৯৪ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১০.৭৬ শতাংশ এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০.৬৯ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭টির বা ১.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ২.৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনাইটেড ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ২.৬৩ শতাংশ, দুলামিয়া কটনের ১.৭৮ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৭৬ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১ শতাংশ, ফরচুন সুজের ০.৭৪ শতাংশ এবং সিটি ব্যাংকের শেয়ার দর ০.৪৫ শতাংশ কমেছে।

সোমবার, ০১ আগস্ট ২০২২ , ১৭ শ্রাবণ ১৪২৯ ২ মহররম ১৪৪৪

ফ্লোর প্রাইসের কারণে বড় উত্থান শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

টানা পতনে টালমাটাল দেশের শেয়ারবাজারকে স্থিতিশীলতায় ফিরাতে গত বৃহস্পতিবার শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোর প্রাইস নির্ধারণের কারণে গতকাল সূচকের বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩.৪৪ পয়েন্ট বা ২.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩.৯৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩১.২৭ পয়েন্ট বা ২.৩৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৩২ পয়েন্ট বা ২.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৩৯.৪৭ পয়েন্টে এবং ২ হাজার ১৯৩.৫৭ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১২৪ কোটি ৫৯ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসইতে গতকাল ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬২টির বা ৯৫.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৭টির বা ১.৮৪ শতাংশের এবং ১০টির বা ২.৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৭৯.১০ পয়েন্ট বা ২.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৭৬.৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৭টির কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর। গতকাল সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬২টির বা ৯৫.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৬.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ১১.৭৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১.৭৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১.২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.২০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১.০৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১০.৯৪ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১০.৯৪ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১০.৭৬ শতাংশ এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০.৬৯ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭টির বা ১.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ২.৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনাইটেড ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ২.৬৩ শতাংশ, দুলামিয়া কটনের ১.৭৮ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৭৬ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১ শতাংশ, ফরচুন সুজের ০.৭৪ শতাংশ এবং সিটি ব্যাংকের শেয়ার দর ০.৪৫ শতাংশ কমেছে।