ওয়ালটনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়

বিশাল পর্দার ফোরকে রেজুলেশনের দুই মডেলের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনলো ওয়ালটন। যা অফিস-আদালত, হাসপাতাল, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। ওয়ালটনের ডিসপ্লে ব্র্যান্ড ‘সিনেডি’-এর প্যাকেজিংয়ে আসা কালো রঙের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্যানেলের মডেল ডব্লিউএসআইবি৭৫ (WSIB75) এবং ডব্লিউএসআইবি৮৬ (WSIB86)। ৭৫ এবং ৮৬ ইঞ্চির ডিসপ্লে দুটোর রেগুলার মূল্য যথাক্রমে ৩০৭,০৫০ এবং ৩৬২,৭৭০ টাকা। কিন্তু প্রি-বুক দেয়া ক্রেতাদের জন্য ডব্লিউএসআইবি৭৫ মডেলে ১৫ হাজার এবং ডব্লিউএসআইবি৮৬ মডেলে থাকছে ২০ হাজার টাকা ডিসকাউন্ট। ফলে এই দুই মডেলের দাম পড়ছে মাত্র ২৯২,০৫০ এবং ৩৪২,৭৭০ টাকা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, ৫ আগস্ট ২০২২ পর্যন্ত কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই ঘরে বসে ওয়ালটন ই-প্লাজা থেকে (https://cutt.ly/cZf959n) ডিসপ্লে দুটির প্রি-বুক দেয়া যাচ্ছে।

ওয়ালটনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের উভয় মডেলে রয়েছে ফোরকে আল্ট্রা এইচডি এলসিডি আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল। এতে ব্যবহৃত উল্লেখযোগ্য ফিচার হলো এমটি ৯৯৫০ চিপসেট, ১.৮ গিগাহার্টজ কর্টেক্স এ৭৩ কোয়াড কোর প্রসেসর, মালি জি৫২ এমপি২ গ্রাফিক্স, ৪ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম, ৩২ গিগাবাইট ইএমএমসি ফ্ল্যাশ রম, বিল্ট-ইন অ্যান্ড্রয়েড ৯ এবং উইনডোজ (অপশনাল) অপারেটিং সিস্টেম, ১৬ পয়েন্ট টাচ, ২টি ১৫ ওয়াটের স্পিকার, বিল্ট ইন ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ, ল্যান, মিররিং, এইচডিএমআই, ইউএসবি টাইপ এ ও টাইপ সি, মাইক্রোফোনসহ অসংখ্য পোর্ট, ওয়াল মাউন্টিং ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ , ১৮ শ্রাবণ ১৪২৯ ৩ মহররম ১৪৪৪

ওয়ালটনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়

image

বিশাল পর্দার ফোরকে রেজুলেশনের দুই মডেলের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনলো ওয়ালটন। যা অফিস-আদালত, হাসপাতাল, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। ওয়ালটনের ডিসপ্লে ব্র্যান্ড ‘সিনেডি’-এর প্যাকেজিংয়ে আসা কালো রঙের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্যানেলের মডেল ডব্লিউএসআইবি৭৫ (WSIB75) এবং ডব্লিউএসআইবি৮৬ (WSIB86)। ৭৫ এবং ৮৬ ইঞ্চির ডিসপ্লে দুটোর রেগুলার মূল্য যথাক্রমে ৩০৭,০৫০ এবং ৩৬২,৭৭০ টাকা। কিন্তু প্রি-বুক দেয়া ক্রেতাদের জন্য ডব্লিউএসআইবি৭৫ মডেলে ১৫ হাজার এবং ডব্লিউএসআইবি৮৬ মডেলে থাকছে ২০ হাজার টাকা ডিসকাউন্ট। ফলে এই দুই মডেলের দাম পড়ছে মাত্র ২৯২,০৫০ এবং ৩৪২,৭৭০ টাকা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, ৫ আগস্ট ২০২২ পর্যন্ত কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই ঘরে বসে ওয়ালটন ই-প্লাজা থেকে (https://cutt.ly/cZf959n) ডিসপ্লে দুটির প্রি-বুক দেয়া যাচ্ছে।

ওয়ালটনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের উভয় মডেলে রয়েছে ফোরকে আল্ট্রা এইচডি এলসিডি আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল। এতে ব্যবহৃত উল্লেখযোগ্য ফিচার হলো এমটি ৯৯৫০ চিপসেট, ১.৮ গিগাহার্টজ কর্টেক্স এ৭৩ কোয়াড কোর প্রসেসর, মালি জি৫২ এমপি২ গ্রাফিক্স, ৪ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম, ৩২ গিগাবাইট ইএমএমসি ফ্ল্যাশ রম, বিল্ট-ইন অ্যান্ড্রয়েড ৯ এবং উইনডোজ (অপশনাল) অপারেটিং সিস্টেম, ১৬ পয়েন্ট টাচ, ২টি ১৫ ওয়াটের স্পিকার, বিল্ট ইন ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ, ল্যান, মিররিং, এইচডিএমআই, ইউএসবি টাইপ এ ও টাইপ সি, মাইক্রোফোনসহ অসংখ্য পোর্ট, ওয়াল মাউন্টিং ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি।