ভুয়া ঠেকাতে আসল ডিবির পোশাকে পরিবর্তন

তৈরি করা হচ্ছে গোপনে

ভুয়া ডিবি ঠেকাতে আসল ডিবি তাদের পোশাকে পরিবর্তন এনেছে। কালার, লোগো পরিবর্তনের পাশাপাশি জ্যাকেটে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কুইক রেসপন্স কোন বা কিউআর কোড। কিউআর কোডে মোবাইল দিয়ে স্ক্যানার করার মাধ্যমে জানা যাবে পোশাকধারী ব্যক্তি আদৌ ডিবির সদস্য কিনা।

ডিবির কর্মকর্তারা বলছেন, নতুন যে পোশাক ব্যবহার হবে তা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তৈরি করা। কিউআর কোডে পোশাকধারীর নাম, পদবি, কোন টিমের সদস্য সেসব কিছু থাকবে। থাকবে বিশেষ নাম্বার। এ পোশাক কোন গার্মেন্টস তৈরি করতে পারবে না। যদি এ ধরনের পোশাকের আদলে নির্ধারিত গার্মেন্টস ছাড়া অন্য কোন কোম্পানি তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সুযোগ রয়েছে। ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেয়া হয়েছে। এখন থেকে ডিবি নতুন জ্যাকেট পরে অপারেশনে যাবে বা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে।

ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আজ থেকে আমাদের ডিবির সব সদস্যদের পৃথক কিউআর কোড সংবলিত নতুন জ্যাকেটে যুক্ত হয়েছে। এ জ্যাকেটে কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে ডিবির নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোন ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

হারুন অর রশীদ বলেন, ডিএমপির ডিবি পুলিশ যে জ্যাকেট পরিধান করে অভিযান চালাচ্ছে, তা বেশ পুরোনো। দীর্ঘদিন ধরে এ জ্যাকেট ব্যবহারের ফলে অনেক প্রতারক চক্র বাইরে থেকে এটি তৈরি করে অপরাধমূলক কর্মকা-ে ব্যবহার করে। অনেক সময় মানুষকে ফাঁদে ফেলারও অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন সময় জ্যাকেটটির হুবহু কপি ভুয়া ডিবি সদস্যদের কাছে পাওয়া গেছে।

‘ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হতে হয় সেজন্য ডিবিতে সংযোজন করা হয়েছে নতুন জ্যাকেট। কিউআর কোড ছাড়াও পোশাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে যার ফলে জ্যাকেটটি জালিয়াতি করা অসম্ভব হবে।’

ডিবি প্রধান বলেন, ডিবির জ্যাকেটে রয়েছে আমাদের মেধা-মননের বিশেষ সমন্বয়। কিউআর কোডসহ বিভিন্ন দৃশ্যমান ও গোপন বৈশিষ্ট্য সংবলিত যে জ্যাকেটটি আমরা ব্যবহার করতে যাচ্ছি, তাতে আমাদের সদস্যদের মধ্যে কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনগণের কাছে ডিএমপির ডিবিকে নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

যেসব বৈশিষ্ট্যের কারণে জ্যাকেট নকল করা সম্ভব হবে না সেগুলো হলোÑ ডিএমপি ডিবির নতুন জ্যাকেটে এ প্রথম গোপনীয় নম্বর, গোয়েন্দা বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে কুইক রেসপন্স কোড বা কিউআর কোডের ব্যবস্থা থাকছে। সন্দেহ হলেই যে কেউ ডিবি পোশাকে থাকা কিউআর কোড স্ক্যান করে ওই ব্যক্তি ডিবির প্রকৃত সদস্য কিনা তা শনাক্ত করতে পারবে। নতুন জ্যাকেটে ডিবি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের রঙিন লোগো ব্যবহার করা হচ্ছে যা সহজেই দৃশ্যমান হবে। জ্যাকেটে রাত্রিকালীন আলোতে দূর থেকে ডিবি পুলিশের উপস্থিতি বোঝা যাবে। নতুন ডিবি জ্যাকেটে বিভিন্ন পকেটের সুবিধা থাকাতে অভিযানকালে ডিবি সদস্যরা প্রয়োজনীয় নোটবুক, কলম ও কাগজপত্র নিরাপদে রাখতে পারবে।

আরও খবর
টেলিটকের ফাইভ জি : ঢাকায় ২০২৫ এর শুরুতে মিলতে পারে সেবা
এবার শিশুদের টিকা দেয়া শুরু স্বাস্থ্যের ডিজি
‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়’ অনুষ্ঠান শুরু
গুণের ‘কবিতাকুঞ্জ’ বিশ্ববিদ্যালয়ের অঙ্গপ্রতিষ্ঠান
‘ডিবি পরিচয়ে’ ব্যাংকে লেনদেনকারী গ্রাহকদের তুলে নিয়ে যেত তারা
গৃহবধূ ও তার স্বামীকে নগ্ন করে ভিডিও, টাকার দাবি না মানায় লুটপাট
গ্রামীণ টেলিকমের দুর্র্নীতি, আদ্যপ্রান্তের খোঁজে মাঠে নেমেছে দুদক
মমতার রাজ্য মন্ত্রিসভায় রদবদল কাল
মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা
সাঁথিয়ায় শিক্ষকদের গালাগালের অভিযোগে সভাপতি ও আওয়ামী লীগ নেতা সানের বিরুদ্ধে মানববন্ধন

মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ , ১৮ শ্রাবণ ১৪২৯ ৩ মহররম ১৪৪৪

ভুয়া ঠেকাতে আসল ডিবির পোশাকে পরিবর্তন

তৈরি করা হচ্ছে গোপনে

নিজস্ব বার্তা পরিবেশক

ভুয়া ডিবি ঠেকাতে আসল ডিবি তাদের পোশাকে পরিবর্তন এনেছে। কালার, লোগো পরিবর্তনের পাশাপাশি জ্যাকেটে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কুইক রেসপন্স কোন বা কিউআর কোড। কিউআর কোডে মোবাইল দিয়ে স্ক্যানার করার মাধ্যমে জানা যাবে পোশাকধারী ব্যক্তি আদৌ ডিবির সদস্য কিনা।

ডিবির কর্মকর্তারা বলছেন, নতুন যে পোশাক ব্যবহার হবে তা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তৈরি করা। কিউআর কোডে পোশাকধারীর নাম, পদবি, কোন টিমের সদস্য সেসব কিছু থাকবে। থাকবে বিশেষ নাম্বার। এ পোশাক কোন গার্মেন্টস তৈরি করতে পারবে না। যদি এ ধরনের পোশাকের আদলে নির্ধারিত গার্মেন্টস ছাড়া অন্য কোন কোম্পানি তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সুযোগ রয়েছে। ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেয়া হয়েছে। এখন থেকে ডিবি নতুন জ্যাকেট পরে অপারেশনে যাবে বা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে।

ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আজ থেকে আমাদের ডিবির সব সদস্যদের পৃথক কিউআর কোড সংবলিত নতুন জ্যাকেটে যুক্ত হয়েছে। এ জ্যাকেটে কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে ডিবির নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোন ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

হারুন অর রশীদ বলেন, ডিএমপির ডিবি পুলিশ যে জ্যাকেট পরিধান করে অভিযান চালাচ্ছে, তা বেশ পুরোনো। দীর্ঘদিন ধরে এ জ্যাকেট ব্যবহারের ফলে অনেক প্রতারক চক্র বাইরে থেকে এটি তৈরি করে অপরাধমূলক কর্মকা-ে ব্যবহার করে। অনেক সময় মানুষকে ফাঁদে ফেলারও অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন সময় জ্যাকেটটির হুবহু কপি ভুয়া ডিবি সদস্যদের কাছে পাওয়া গেছে।

‘ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হতে হয় সেজন্য ডিবিতে সংযোজন করা হয়েছে নতুন জ্যাকেট। কিউআর কোড ছাড়াও পোশাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে যার ফলে জ্যাকেটটি জালিয়াতি করা অসম্ভব হবে।’

ডিবি প্রধান বলেন, ডিবির জ্যাকেটে রয়েছে আমাদের মেধা-মননের বিশেষ সমন্বয়। কিউআর কোডসহ বিভিন্ন দৃশ্যমান ও গোপন বৈশিষ্ট্য সংবলিত যে জ্যাকেটটি আমরা ব্যবহার করতে যাচ্ছি, তাতে আমাদের সদস্যদের মধ্যে কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনগণের কাছে ডিএমপির ডিবিকে নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

যেসব বৈশিষ্ট্যের কারণে জ্যাকেট নকল করা সম্ভব হবে না সেগুলো হলোÑ ডিএমপি ডিবির নতুন জ্যাকেটে এ প্রথম গোপনীয় নম্বর, গোয়েন্দা বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে কুইক রেসপন্স কোড বা কিউআর কোডের ব্যবস্থা থাকছে। সন্দেহ হলেই যে কেউ ডিবি পোশাকে থাকা কিউআর কোড স্ক্যান করে ওই ব্যক্তি ডিবির প্রকৃত সদস্য কিনা তা শনাক্ত করতে পারবে। নতুন জ্যাকেটে ডিবি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের রঙিন লোগো ব্যবহার করা হচ্ছে যা সহজেই দৃশ্যমান হবে। জ্যাকেটে রাত্রিকালীন আলোতে দূর থেকে ডিবি পুলিশের উপস্থিতি বোঝা যাবে। নতুন ডিবি জ্যাকেটে বিভিন্ন পকেটের সুবিধা থাকাতে অভিযানকালে ডিবি সদস্যরা প্রয়োজনীয় নোটবুক, কলম ও কাগজপত্র নিরাপদে রাখতে পারবে।