পাবনার সাঁথিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান কর্তৃক শিক্ষকদের সঙ্গে অসাদাচরণ ও অশ্রাব্য ভাষায় আপত্তিকর গালগালের প্রতিবাদে মানববন্ধন করেছে উক্ত বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
গতকাল দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকাতে থাকায় কোন প্রকার সরকারি অনুমতি না নিয়ে বিধিলঙ্ঘন করে বিদ্যালয়ের সীমানা ঘেঁষে মন্দিরের নামে মার্কেট ও প্রাচীর নির্মাণ কাজ করতে গেলে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রধান শিক্ষকের উপস্থিতে কাজ করার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান তার সন্ত্রাসী বাহিনী ধোপাদহ তহশীল অফিসের পিয়ন পিযুস, পৌরসভার কর্মচারী পুলক পাল, সঞ্জয় কুমারসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মা-বোন তুলে গালাগাল করে এবং আপত্তিকর কথা বলে অসাদাচরণ করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতি হয়ে কিভাবে বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনারের উপর বসে ধুমপান করেন এবং শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তা আমার বোধগম্য নয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সভাপতি তপন হায়দার সান আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের মা-বোন তুলে গালিগালাজ করেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দান সান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
শিক্ষকদের সঙ্গে আ’লীগ নেতার অসদাচরণের প্রতিবাদে সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন -সংবাদ
আরও খবরমঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ , ১৮ শ্রাবণ ১৪২৯ ৩ মহররম ১৪৪৪
প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)
শিক্ষকদের সঙ্গে আ’লীগ নেতার অসদাচরণের প্রতিবাদে সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন -সংবাদ
পাবনার সাঁথিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান কর্তৃক শিক্ষকদের সঙ্গে অসাদাচরণ ও অশ্রাব্য ভাষায় আপত্তিকর গালগালের প্রতিবাদে মানববন্ধন করেছে উক্ত বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
গতকাল দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকাতে থাকায় কোন প্রকার সরকারি অনুমতি না নিয়ে বিধিলঙ্ঘন করে বিদ্যালয়ের সীমানা ঘেঁষে মন্দিরের নামে মার্কেট ও প্রাচীর নির্মাণ কাজ করতে গেলে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রধান শিক্ষকের উপস্থিতে কাজ করার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান তার সন্ত্রাসী বাহিনী ধোপাদহ তহশীল অফিসের পিয়ন পিযুস, পৌরসভার কর্মচারী পুলক পাল, সঞ্জয় কুমারসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মা-বোন তুলে গালাগাল করে এবং আপত্তিকর কথা বলে অসাদাচরণ করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতি হয়ে কিভাবে বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনারের উপর বসে ধুমপান করেন এবং শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তা আমার বোধগম্য নয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সভাপতি তপন হায়দার সান আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের মা-বোন তুলে গালিগালাজ করেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দান সান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।