মুহম্মদ নূরুল হুদার কবিতা

চুপ

বলেছিলে, চুপ করো চুপ।

সেই থেকে রূপের অরূপ,

আমরা তো আজো অপরূপ।

তোমাকে পালন করে

ধারণ করেছি আমি

তোমার বারণ,

আমাকে পালন করে

ধারণ করেছো তুমি

আমার বারণ;

পৃথিবীতে কোনোকালে

কোনোকিছু নয় অকারণ।

আর কোনো যুক্তি নয়,

আর কোনো চুক্তি নয়,

হেগেলের তর্কাতর্ক নয়,

মিলন বিরহ নয়,

নয় সংশয়;

প্রয়োজনে কেবল আমার

প্রয়োজনে কেবল তোমার

মেনে নাও বিবর্তনময়

মূর্ত আর বিমূর্তের জয়।

বন্ধ চোখে অন্ধ নয় কেউ,

দেখলেই দেখা যায়

শুরুশেষ, অনন্তের ঢেউ।

তুমি সেই তরঙ্গের ঘর,

রূপে রূপে বদলপ্রবণ,

অঙ্গে অঙ্গে অনঙ্গের স্বর।

গোলাপের মতো চুপচাপ

সুরভিত আলোর প্রতাপ,

আমাদের বুকে বুকে

প্রজাপতি ডানার প্রলাপ।

চুপ করো চুপ

শতরূপে শতরূপা

আমরা তো

আজো অপরূপ।

আরও খবর
বাংলা নামের প্রথম দৈনিক
বাংলাদেশকেও সাবধানে পা ফেলতে হবে
নির্মলেন্দু গুণের কবিতা
সংবাদ এবং আমার শৈশব
আমার বাতিঘর
শিক্ষার বিবর্তন কিংবা বিবর্তনের শিক্ষা
নয়া মাধ্যম: মিডিয়া ডায়েট ব্যক্তির স্বাধীনতা
সংবাদ-এর ঐতিহ্যিক ধারাবাহিকতা
চলছে লড়াই, চলবে লড়াই
গণমাধ্যমের শক্তি ১৯৭১
সংবাদ ও রণেশ দাশগুপ্ত
আমার ‘সংবাদ’
দৈনিক সংবাদ আমার প্রতিষ্ঠান
বিভাগোত্তর কালে দুই বাংলায় গণমাধ্যমের বিবর্তন
দুর্ভিক্ষের পীড়া ও রবীন্দ্রনাথ
সংবাদ ও অর্থনীতি
ভবিষ্যতের গণমাধ্যম গণমাধ্যমের ভবিষ্যৎ
দুটি কবিতা : আহমদ সলীম
গোলাম কিবরিয়া পিনু
সাতচল্লিশ পরবর্তী বাংলা গানের বিবর্তন
নারীর মনোজগৎ: আমাদের বিভ্রম ও কল্পকাহিনী
নতুন সময়ের গণমাধ্যম
‘সংবাদ’ শুধু একটি সংবাদপত্র নয়
গৌরব এবং গর্বের সংবাদ
গণমাধ্যম কেবল আশার স্বপ্ন নয়
গণমানুষের নিজের পত্রিকা ‘সংবাদ’
মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা
মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতা

বুধবার, ০৩ আগস্ট ২০২২

মুহম্মদ নূরুল হুদার কবিতা

চুপ

বলেছিলে, চুপ করো চুপ।

সেই থেকে রূপের অরূপ,

আমরা তো আজো অপরূপ।

তোমাকে পালন করে

ধারণ করেছি আমি

তোমার বারণ,

আমাকে পালন করে

ধারণ করেছো তুমি

আমার বারণ;

পৃথিবীতে কোনোকালে

কোনোকিছু নয় অকারণ।

আর কোনো যুক্তি নয়,

আর কোনো চুক্তি নয়,

হেগেলের তর্কাতর্ক নয়,

মিলন বিরহ নয়,

নয় সংশয়;

প্রয়োজনে কেবল আমার

প্রয়োজনে কেবল তোমার

মেনে নাও বিবর্তনময়

মূর্ত আর বিমূর্তের জয়।

বন্ধ চোখে অন্ধ নয় কেউ,

দেখলেই দেখা যায়

শুরুশেষ, অনন্তের ঢেউ।

তুমি সেই তরঙ্গের ঘর,

রূপে রূপে বদলপ্রবণ,

অঙ্গে অঙ্গে অনঙ্গের স্বর।

গোলাপের মতো চুপচাপ

সুরভিত আলোর প্রতাপ,

আমাদের বুকে বুকে

প্রজাপতি ডানার প্রলাপ।

চুপ করো চুপ

শতরূপে শতরূপা

আমরা তো

আজো অপরূপ।