দুটি কবিতা : আহমদ সলীম

বনসাই মন

প্রতিদিন সূর্যটা জেগে ওঠে নিয়ম করে

একটি নতুন দিনের সূচনায়

আবার সন্ধে হলেই ডুবে যায় অন্তরালে।

সূর্যের মতো একটিই দিন

নতুন করে ফিরে আসে প্রতিদিন

লক্ষ কোটি বছর ধরে ক্লান্তিহীন।

প্রতিদিন কিছু মানুষ জন্মে, কিছু মরে

জীবন-মৃত্যুর এ খেলায় নদীতে নতুন স্রোত,

জেগে ওঠা চরে সঞ্চারিত নতুন প্রাণ, নতুন সিঁড়ি

পিচ ঢালা পথ, ইট কাঠের শৌখিন আবাস

নেংটি পরা মানুষগুলো একালের পোশাক

চা কপি সিগ্রেট স্যান্ডউইচ আরো কত কী!

বিদ্রোহীমন আক্ষেপে তুল্য করে একাল-সেকাল

খুঁজে ফেরে সাদাকালো অভ্যস্ত দিন।

একসময় অনিবার্য বদল মানিয়ে নেয় বনসাই মন

খোলস পাল্টায়, তবে ভেতরটা বদলায় না।

আবার তোরা মানুষ হ

ঘুম থেকে উঠে দুচোখ মেলে দিনভর দেখি অন্যদের

খুঁজি চেনা মানুষের অচেনা খুঁত, নির্জলা নিখুঁত

তারপর কুড়ানো দোষের নষ্ট বেসাতি।

নিজেকে দেখার ফুরসত নেই, হয়তো দেখিই না

শেষবার কখন দেখেছি নিজেকে, মনে পড়ে না।

মাঝেমধ্যে যখন নির্বোধ আয়নার সামনে দাঁড়াই

চোখে পড়ে শুধু রঙিন পোশাক, মায়াবী স্বপ্ন

আড়ালে থেকে যাই বাস্তবের আমি।

চোখগুলো যদি ভেতরমুখো হতো!

নিজেকে দেখা যেতো সারাটাদিন।

বুঝতাম, আমি কি আদতে মানুষ

নাকি মানুষের আদলে কেবলই প্রাণি?

জন্মাবধি মানুষ বানাতে কত যে চেষ্টা আপ্রাণ

কত শিক্ষাপ্রতিষ্ঠান, কত মসজিদ মন্দির গীর্জা!

তবু রাতের আঁধারে চাঁদ খুঁজে বেড়ায় মানুষ

পৃথিবীর আনাচেকানাচে,

যেমন রোবটযান খোঁজে মঙ্গলে প্রাণ।

ভিনগ্রহের কেউ যদি খোঁজে

পেয়ে যাবে নিশ্চয় আমাদের,

হয়তো তখন কষ্টিপাথরে গুমরে উঠবে মহাশূন্যের কান্না।

হায় পৃথিবী! অবাক পৃথিবী!

উচ্চকণ্ঠে আদেশ করো- আবার তোরা মানুষ হ।

পৃথিবীটা হয়ে উঠুক মানবিক মানুষে অহংকারী।

আরও খবর
বাংলা নামের প্রথম দৈনিক
বাংলাদেশকেও সাবধানে পা ফেলতে হবে
নির্মলেন্দু গুণের কবিতা
সংবাদ এবং আমার শৈশব
আমার বাতিঘর
শিক্ষার বিবর্তন কিংবা বিবর্তনের শিক্ষা
নয়া মাধ্যম: মিডিয়া ডায়েট ব্যক্তির স্বাধীনতা
সংবাদ-এর ঐতিহ্যিক ধারাবাহিকতা
চলছে লড়াই, চলবে লড়াই
গণমাধ্যমের শক্তি ১৯৭১
সংবাদ ও রণেশ দাশগুপ্ত
আমার ‘সংবাদ’
দৈনিক সংবাদ আমার প্রতিষ্ঠান
বিভাগোত্তর কালে দুই বাংলায় গণমাধ্যমের বিবর্তন
দুর্ভিক্ষের পীড়া ও রবীন্দ্রনাথ
সংবাদ ও অর্থনীতি
ভবিষ্যতের গণমাধ্যম গণমাধ্যমের ভবিষ্যৎ
মুহম্মদ নূরুল হুদার কবিতা
গোলাম কিবরিয়া পিনু
সাতচল্লিশ পরবর্তী বাংলা গানের বিবর্তন
নারীর মনোজগৎ: আমাদের বিভ্রম ও কল্পকাহিনী
নতুন সময়ের গণমাধ্যম
‘সংবাদ’ শুধু একটি সংবাদপত্র নয়
গৌরব এবং গর্বের সংবাদ
গণমাধ্যম কেবল আশার স্বপ্ন নয়
গণমানুষের নিজের পত্রিকা ‘সংবাদ’
মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা
মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতা

বুধবার, ০৩ আগস্ট ২০২২

দুটি কবিতা : আহমদ সলীম

বনসাই মন

প্রতিদিন সূর্যটা জেগে ওঠে নিয়ম করে

একটি নতুন দিনের সূচনায়

আবার সন্ধে হলেই ডুবে যায় অন্তরালে।

সূর্যের মতো একটিই দিন

নতুন করে ফিরে আসে প্রতিদিন

লক্ষ কোটি বছর ধরে ক্লান্তিহীন।

প্রতিদিন কিছু মানুষ জন্মে, কিছু মরে

জীবন-মৃত্যুর এ খেলায় নদীতে নতুন স্রোত,

জেগে ওঠা চরে সঞ্চারিত নতুন প্রাণ, নতুন সিঁড়ি

পিচ ঢালা পথ, ইট কাঠের শৌখিন আবাস

নেংটি পরা মানুষগুলো একালের পোশাক

চা কপি সিগ্রেট স্যান্ডউইচ আরো কত কী!

বিদ্রোহীমন আক্ষেপে তুল্য করে একাল-সেকাল

খুঁজে ফেরে সাদাকালো অভ্যস্ত দিন।

একসময় অনিবার্য বদল মানিয়ে নেয় বনসাই মন

খোলস পাল্টায়, তবে ভেতরটা বদলায় না।

আবার তোরা মানুষ হ

ঘুম থেকে উঠে দুচোখ মেলে দিনভর দেখি অন্যদের

খুঁজি চেনা মানুষের অচেনা খুঁত, নির্জলা নিখুঁত

তারপর কুড়ানো দোষের নষ্ট বেসাতি।

নিজেকে দেখার ফুরসত নেই, হয়তো দেখিই না

শেষবার কখন দেখেছি নিজেকে, মনে পড়ে না।

মাঝেমধ্যে যখন নির্বোধ আয়নার সামনে দাঁড়াই

চোখে পড়ে শুধু রঙিন পোশাক, মায়াবী স্বপ্ন

আড়ালে থেকে যাই বাস্তবের আমি।

চোখগুলো যদি ভেতরমুখো হতো!

নিজেকে দেখা যেতো সারাটাদিন।

বুঝতাম, আমি কি আদতে মানুষ

নাকি মানুষের আদলে কেবলই প্রাণি?

জন্মাবধি মানুষ বানাতে কত যে চেষ্টা আপ্রাণ

কত শিক্ষাপ্রতিষ্ঠান, কত মসজিদ মন্দির গীর্জা!

তবু রাতের আঁধারে চাঁদ খুঁজে বেড়ায় মানুষ

পৃথিবীর আনাচেকানাচে,

যেমন রোবটযান খোঁজে মঙ্গলে প্রাণ।

ভিনগ্রহের কেউ যদি খোঁজে

পেয়ে যাবে নিশ্চয় আমাদের,

হয়তো তখন কষ্টিপাথরে গুমরে উঠবে মহাশূন্যের কান্না।

হায় পৃথিবী! অবাক পৃথিবী!

উচ্চকণ্ঠে আদেশ করো- আবার তোরা মানুষ হ।

পৃথিবীটা হয়ে উঠুক মানবিক মানুষে অহংকারী।