শিক্ষার্থীদের মোবাইল ফোনে নিরুৎসাহিত করতে অভিভাবক সমাবেশ

নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এবং শিক্ষার মানোন্নয়নে বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শংকর কুমার পাঠকের সভাপতিত্বে মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ম-ল।

বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস পাঠক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আশীষ পাল, সমাজ সেবক দিলীপ বিশ^াস, বিপুল সেন, বিধান রায়সহ অনেকে।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ফোন আমাদের যেমন উপকার করে তেমনি ক্ষতিও ডেকে আনে। মাধ্যমিক শিক্ষা অফিসের ঘোষণা অনুযায়ী জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়েও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

কোনো শিক্ষার্থী স্কুলে মোবাইল ফোন নিয়ে আসলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে অভিভাবকদের আন্তরিক ও সচেতন হতে হবে। এছাড়া শিক্ষার মানোন্নয়নেও সবাইকে আন্তরিক হতে হবে। শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা করছে কিনা, স্কুলে আসছে কিনা এসব বিষয় অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

বক্তারা আরো বলেন, সম্প্রতি নড়াইলের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এ কারণে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ থাকা সত্ত্বেও নড়াইলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে ফোন ব্যবহার করায় উদ্বেগ জানিয়ে বন্ধের নির্দেশনা জারি করা হয়। এ বিষয়ে গত ২৮ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। এ নির্দেশনায় ঈদুল আজহার ছুটির পর নবম-দশম ও একদাশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ করার ঘোষণা দেয়া হয়।

তারই অংশ হিসেবে নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ও শিক্ষার মানোন্নয়নে বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হলো। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চারটি নির্দেশনা দেয়া হয়।

বুধবার, ০৩ আগস্ট ২০২২

শিক্ষার্থীদের মোবাইল ফোনে নিরুৎসাহিত করতে অভিভাবক সমাবেশ

প্রতিনিধি, নড়াইল

image

নড়াইল : মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ - সংবাদ

নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এবং শিক্ষার মানোন্নয়নে বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শংকর কুমার পাঠকের সভাপতিত্বে মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ম-ল।

বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস পাঠক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আশীষ পাল, সমাজ সেবক দিলীপ বিশ^াস, বিপুল সেন, বিধান রায়সহ অনেকে।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ফোন আমাদের যেমন উপকার করে তেমনি ক্ষতিও ডেকে আনে। মাধ্যমিক শিক্ষা অফিসের ঘোষণা অনুযায়ী জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়েও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

কোনো শিক্ষার্থী স্কুলে মোবাইল ফোন নিয়ে আসলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে অভিভাবকদের আন্তরিক ও সচেতন হতে হবে। এছাড়া শিক্ষার মানোন্নয়নেও সবাইকে আন্তরিক হতে হবে। শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা করছে কিনা, স্কুলে আসছে কিনা এসব বিষয় অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

বক্তারা আরো বলেন, সম্প্রতি নড়াইলের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এ কারণে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ থাকা সত্ত্বেও নড়াইলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে ফোন ব্যবহার করায় উদ্বেগ জানিয়ে বন্ধের নির্দেশনা জারি করা হয়। এ বিষয়ে গত ২৮ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। এ নির্দেশনায় ঈদুল আজহার ছুটির পর নবম-দশম ও একদাশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ করার ঘোষণা দেয়া হয়।

তারই অংশ হিসেবে নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ও শিক্ষার মানোন্নয়নে বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হলো। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চারটি নির্দেশনা দেয়া হয়।