দুর্নীতির দায়ে রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত

দুর্নীতির দায়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সেই সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলীকে সাময়িক বরখাস্ত করেছে রেলপথ মন্ত্রণালয়। গত বোরবার রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যলয় ঢাকা-১ কর্তৃক ২০২০ সালে ১৬ আগস্ট মো. রমজান আলীর বিরুদ্ধে এজাহার বর্ণিত অপরাধে মামলা করা হয়। প্রাথমিকভাবে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগর কোর্টে চার্জশিট দাখিল করা হয়। ২০২২ সালের ২৫ এপ্রিল মামলা আমলে নেয় আদালত।

তাই সরকারি চাকরির আইন অনুযায়ী ‘কোন কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে কোন ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে আটক, গ্রেপ্তার ও অভিযোগপত্র গ্রহণের দিন হতে তাকে সাময়িক বরখাস্ত করতে পারবে সরকার বা নিয়োগকারী প্রতিষ্ঠান। সে হিসেবে রেল পরিদর্শক ও সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলীকে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯(২) ধারামতে গত ৩১ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সংবাদকে বলেন, ‘রমজান আলী এক সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী ছিলেন। সর্বশেষ তিনি রেল পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। শুনেছি দুর্নীতির দায়ে তাকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়।’

বুধবার, ০৩ আগস্ট ২০২২

দুর্নীতির দায়ে রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত

নিজস্ব বার্তা পরিবেশক

দুর্নীতির দায়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সেই সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলীকে সাময়িক বরখাস্ত করেছে রেলপথ মন্ত্রণালয়। গত বোরবার রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যলয় ঢাকা-১ কর্তৃক ২০২০ সালে ১৬ আগস্ট মো. রমজান আলীর বিরুদ্ধে এজাহার বর্ণিত অপরাধে মামলা করা হয়। প্রাথমিকভাবে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগর কোর্টে চার্জশিট দাখিল করা হয়। ২০২২ সালের ২৫ এপ্রিল মামলা আমলে নেয় আদালত।

তাই সরকারি চাকরির আইন অনুযায়ী ‘কোন কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে কোন ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে আটক, গ্রেপ্তার ও অভিযোগপত্র গ্রহণের দিন হতে তাকে সাময়িক বরখাস্ত করতে পারবে সরকার বা নিয়োগকারী প্রতিষ্ঠান। সে হিসেবে রেল পরিদর্শক ও সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলীকে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯(২) ধারামতে গত ৩১ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সংবাদকে বলেন, ‘রমজান আলী এক সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী ছিলেন। সর্বশেষ তিনি রেল পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। শুনেছি দুর্নীতির দায়ে তাকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়।’