ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বকুল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নরসিংদীর মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের জোয়ারিয়াকান্দা এলাকার দুলাল ভান্ডারীর ছেলে। তার স্ত্রী শেফালী বেগম থানায় এসে স্বামীর মরদেহ শনাক্ত করেন। তিনি আব্দুল্লাহ (১) নামে পুত্র সন্তানের জনক।

গতকাল বুধবার সকাল ৮টার দিকে সংবাদ পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স ও পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দীর পশ্চিমপাড়া এলাকায় শাহজামাল ভূইয়ার বাড়ির সীমানা সংলগ্ন বৈদ্যুতিক খুটিতে এই ঘটনা ঘটে। স্থানীয় কৃষক শরীফ ভূঁইয়া জানান, তার বাড়ির পাশে স্থাপিত বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমারটি রাতের আধারে চুরির চেষ্টা করা হয়েছে। এটি সেচের ট্রান্সফরমার ছিল। মনে হচ্ছে রাতের যে কোন সময় যখন লোডশেডিং চলছিল। ঠিক তখন সুযোগটি কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি চুরির চেষ্টা করে। তবে এসময় বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুতায়িত হয়ে খুঁিটতেই মারা যায়। তিনি আরও বলেন, এর আগেও বেশ কয়েকবার একই স্থান থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। পরে স্থানীয়রা অর্থ সংগ্রহ করে ফের বিদ্যুতের ব্যবস্থা করেন। এই সঞ্চালন লাইন থেকে প্রায় শতাধিক গ্রাহক বিদ্যুতের সেবা নিচ্ছেন। ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল বলেন, রাতের আধারে এর আগেও বেশ কিছু ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে ভোগান্তি হয়েছেন সাধারণ গ্রাহকদের। পুনরায় ট্রান্সফরমার স্থাপন করতে গিয়ে তাদের বহু অর্থ গুনতে হয়েছে। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। আরও কারা চোরচক্রের সঙ্গে জড়িত রয়েছে। তাদেরও সন্ধান করা হচ্ছে। এদিকে আড়াইহাজার পল্লীবিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আসাদুজ্জামান বলেন, এর আগেও বেশ কিছু ট্রান্সফরমার উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছিল। এনিয়ে থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে।

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ , ২০ শ্রাবণ ১৪২৯ ৫ মহররম ১৪৪৪

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

image

পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বকুল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নরসিংদীর মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের জোয়ারিয়াকান্দা এলাকার দুলাল ভান্ডারীর ছেলে। তার স্ত্রী শেফালী বেগম থানায় এসে স্বামীর মরদেহ শনাক্ত করেন। তিনি আব্দুল্লাহ (১) নামে পুত্র সন্তানের জনক।

গতকাল বুধবার সকাল ৮টার দিকে সংবাদ পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স ও পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দীর পশ্চিমপাড়া এলাকায় শাহজামাল ভূইয়ার বাড়ির সীমানা সংলগ্ন বৈদ্যুতিক খুটিতে এই ঘটনা ঘটে। স্থানীয় কৃষক শরীফ ভূঁইয়া জানান, তার বাড়ির পাশে স্থাপিত বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমারটি রাতের আধারে চুরির চেষ্টা করা হয়েছে। এটি সেচের ট্রান্সফরমার ছিল। মনে হচ্ছে রাতের যে কোন সময় যখন লোডশেডিং চলছিল। ঠিক তখন সুযোগটি কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি চুরির চেষ্টা করে। তবে এসময় বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুতায়িত হয়ে খুঁিটতেই মারা যায়। তিনি আরও বলেন, এর আগেও বেশ কয়েকবার একই স্থান থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। পরে স্থানীয়রা অর্থ সংগ্রহ করে ফের বিদ্যুতের ব্যবস্থা করেন। এই সঞ্চালন লাইন থেকে প্রায় শতাধিক গ্রাহক বিদ্যুতের সেবা নিচ্ছেন। ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল বলেন, রাতের আধারে এর আগেও বেশ কিছু ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে ভোগান্তি হয়েছেন সাধারণ গ্রাহকদের। পুনরায় ট্রান্সফরমার স্থাপন করতে গিয়ে তাদের বহু অর্থ গুনতে হয়েছে। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। আরও কারা চোরচক্রের সঙ্গে জড়িত রয়েছে। তাদেরও সন্ধান করা হচ্ছে। এদিকে আড়াইহাজার পল্লীবিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আসাদুজ্জামান বলেন, এর আগেও বেশ কিছু ট্রান্সফরমার উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছিল। এনিয়ে থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে।