জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তাঁর পতœী প্রমীলা নজরুলের স্মৃতিবিজড়িত মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের বাড়িটি সংরক্ষণের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। সম্প্রতি জেলা শহরের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধনের আয়োজন করে প্রমীলা-নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদ ও বাঁশরী নামের দুটি সংগঠন।
প্রমীলা-নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি মিয়াজান কবীরের সভাপতিত্বে এবং সাংগঠনকি সম্পাদক টিমুনী খান রীনোর পরিচালনায় ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী এবিএম আনোয়ারুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, অনলাইন প্রেস ইনস্টিটিটের প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও কলামিষ্ট মোমিন মেহেদী, আর্ন্তজাতিক নজরুল চর্চা কেন্দ্রের গবেষণা সচিব কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধূরী, প্রমীলা-নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মসলেহ উদ্দিন খান মজলিশ, বাঁশরী’র উপ-পরিচালক মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেখা রাণী গুণ, নজরুল-প্রমিলা পরিষদ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন খান বাবর, অভিনয় শিল্পী তাপস সরকার, নারী নেত্রী খন্দকার জিনাতুন্নেছা মৌসুমী প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তাঁর পতœী প্রমীলা নজরুলের স্মৃতিবিজড়িত মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের বাড়িটি এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের চক্রান্তে বেহাত হতে চলেছে। কবিপতœী আশালতা সেন ওরফে দোলন দেবী দুলি ওরফে প্রমীলা নজরুলের জন্ম ভিটা তেওতার এই বসতবাড়িটি সংরক্ষণ করার দাবী জানান তারা। তারা বলেন, প্রমীলা নজরুল ১৯০৮ সালে ১০মে এই তেওতা গ্রামে জন্মগ্রহণ করেন। এই গ্রামে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। প্রমীলার বাবা বসন্ত কুমার সেনের মৃত্যুর পর তাঁর মা গিরিবালার সঙ্গে কাকা ইন্দ্রকুমার সেনের চাকরিস্থল কুমিল্লার কান্দিরপাড়ের বাসায় অবস্থান করেন। সেখানেই কবির সাথে প্রমীলার প্রথম পরিচয় ঘটে। প্রমীলার সঙ্গের কবির বিয়ের আগে ও পরে কবি নজরুল মানিকগঞ্জ জেলা শহরে এবং তেওতার বাড়িতে অনেকবার এসেছেন। কবির লেখা ’ছোট হিটলার’ কবিতায় ফুটে উঠেছে তেওতার প্রতিচ্ছবি। আর ‘হারা’ ছেলের চিঠি’ নামক ছোটগল্পে মনের মাধুরী মিশিয়ে কবি এঁকেছেন তেওতার চিত্রগল্প। যমুনার পাড়ে তেওতা গ্রামের তরুর ছায়ায় কবি নজরুল ঘুরে ফিরেছেন পথে প্রান্তরে। এই গ্রামের ধুলোমাটিতে বেড়ে উঠেছেন প্রমীলা। নজরুল-প্রমীলার জন্মভিটা আজ তীর্থভূমিতে পরিণত হয়েছে।
মানিকগঞ্জ : কবি নজরুল ও তার পতœী প্রমীলার স্মৃতি বিজড়িত বাড়ি সংরক্ষণের দাবিতে মানববন্ধনের একাংশ -সংবাদ
আরও খবরবৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ , ২০ শ্রাবণ ১৪২৯ ৫ মহররম ১৪৪৪
প্রতিনিধি, মানিকগঞ্জ
মানিকগঞ্জ : কবি নজরুল ও তার পতœী প্রমীলার স্মৃতি বিজড়িত বাড়ি সংরক্ষণের দাবিতে মানববন্ধনের একাংশ -সংবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তাঁর পতœী প্রমীলা নজরুলের স্মৃতিবিজড়িত মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের বাড়িটি সংরক্ষণের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। সম্প্রতি জেলা শহরের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধনের আয়োজন করে প্রমীলা-নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদ ও বাঁশরী নামের দুটি সংগঠন।
প্রমীলা-নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি মিয়াজান কবীরের সভাপতিত্বে এবং সাংগঠনকি সম্পাদক টিমুনী খান রীনোর পরিচালনায় ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী এবিএম আনোয়ারুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, অনলাইন প্রেস ইনস্টিটিটের প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও কলামিষ্ট মোমিন মেহেদী, আর্ন্তজাতিক নজরুল চর্চা কেন্দ্রের গবেষণা সচিব কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধূরী, প্রমীলা-নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মসলেহ উদ্দিন খান মজলিশ, বাঁশরী’র উপ-পরিচালক মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেখা রাণী গুণ, নজরুল-প্রমিলা পরিষদ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন খান বাবর, অভিনয় শিল্পী তাপস সরকার, নারী নেত্রী খন্দকার জিনাতুন্নেছা মৌসুমী প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তাঁর পতœী প্রমীলা নজরুলের স্মৃতিবিজড়িত মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের বাড়িটি এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের চক্রান্তে বেহাত হতে চলেছে। কবিপতœী আশালতা সেন ওরফে দোলন দেবী দুলি ওরফে প্রমীলা নজরুলের জন্ম ভিটা তেওতার এই বসতবাড়িটি সংরক্ষণ করার দাবী জানান তারা। তারা বলেন, প্রমীলা নজরুল ১৯০৮ সালে ১০মে এই তেওতা গ্রামে জন্মগ্রহণ করেন। এই গ্রামে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। প্রমীলার বাবা বসন্ত কুমার সেনের মৃত্যুর পর তাঁর মা গিরিবালার সঙ্গে কাকা ইন্দ্রকুমার সেনের চাকরিস্থল কুমিল্লার কান্দিরপাড়ের বাসায় অবস্থান করেন। সেখানেই কবির সাথে প্রমীলার প্রথম পরিচয় ঘটে। প্রমীলার সঙ্গের কবির বিয়ের আগে ও পরে কবি নজরুল মানিকগঞ্জ জেলা শহরে এবং তেওতার বাড়িতে অনেকবার এসেছেন। কবির লেখা ’ছোট হিটলার’ কবিতায় ফুটে উঠেছে তেওতার প্রতিচ্ছবি। আর ‘হারা’ ছেলের চিঠি’ নামক ছোটগল্পে মনের মাধুরী মিশিয়ে কবি এঁকেছেন তেওতার চিত্রগল্প। যমুনার পাড়ে তেওতা গ্রামের তরুর ছায়ায় কবি নজরুল ঘুরে ফিরেছেন পথে প্রান্তরে। এই গ্রামের ধুলোমাটিতে বেড়ে উঠেছেন প্রমীলা। নজরুল-প্রমীলার জন্মভিটা আজ তীর্থভূমিতে পরিণত হয়েছে।