মরিচের ঝাঁজ বেড়েই চলেছে বিপাকে মানুষ

সিরাজগঞ্জের হাটবাজারে শুকনা ও কাঁচা মরিচের ঝাজ বেড়েই চলেছে । গত কিছুদিন ধরে জেলার হাটবাজারে মরিচের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে । এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ বিপাকে পরেছে। বিভিন্ন বাজার সূত্রে জানা যায়, বর্তমানে হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০-২২০ টাকা এবং শুকনা মরিচ ৪৪০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের বড় বাজারে বাজার করতে আসা আব্দুল কুদ্দুস, এ্যাড, সুকুমার চন্দ্র দাস, ছামিয়া, নুরজাহান, আব্দুল কাইয়ুম জানান, কিছু দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম মাত্রা ছাড়া বেড়েছে । পাশাপাশি শুকনা মরিচের দামও ৪৪০ খেকে ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

তারা জানান বাজারে সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসৎ ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে মরিচ বিক্রি করছেন। তবে ব্যবসায়ীরা জানান বাজারে মরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। আমদানি বৃদ্ধি পেলে দাম কমে যাবে।

এছাড়া বেগুন ৬০ টাকা, পোটল ৪০ টাকা, আলু ৩০-৩৫ টাকা, আদা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া চাল ও মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম উর্ধ্বমুখী বলে বাজার সূত্রে জানা গেছে ।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশকাতে রাব্বি বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। তবুও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে ।

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ , ২০ শ্রাবণ ১৪২৯ ৫ মহররম ১৪৪৪

মরিচের ঝাঁজ বেড়েই চলেছে বিপাকে মানুষ

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের হাটবাজারে শুকনা ও কাঁচা মরিচের ঝাজ বেড়েই চলেছে । গত কিছুদিন ধরে জেলার হাটবাজারে মরিচের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে । এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ বিপাকে পরেছে। বিভিন্ন বাজার সূত্রে জানা যায়, বর্তমানে হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০-২২০ টাকা এবং শুকনা মরিচ ৪৪০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের বড় বাজারে বাজার করতে আসা আব্দুল কুদ্দুস, এ্যাড, সুকুমার চন্দ্র দাস, ছামিয়া, নুরজাহান, আব্দুল কাইয়ুম জানান, কিছু দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম মাত্রা ছাড়া বেড়েছে । পাশাপাশি শুকনা মরিচের দামও ৪৪০ খেকে ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

তারা জানান বাজারে সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসৎ ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে মরিচ বিক্রি করছেন। তবে ব্যবসায়ীরা জানান বাজারে মরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। আমদানি বৃদ্ধি পেলে দাম কমে যাবে।

এছাড়া বেগুন ৬০ টাকা, পোটল ৪০ টাকা, আলু ৩০-৩৫ টাকা, আদা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া চাল ও মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম উর্ধ্বমুখী বলে বাজার সূত্রে জানা গেছে ।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশকাতে রাব্বি বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। তবুও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে ।