অভিভাবকদের প্রত্যাশা

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রতি আসনের বিপরীতে অংশ নেয় কয়েকগুণ শিক্ষার্থী। তাই আসন সংখ্যার বেশি যোগ্য পরীক্ষার্থী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। কিন্তু প্রত্যেক পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন থাকে আকাশচুম্বী। কারণ তাদের শ্রম ও ব্যয় কম নয়।

এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় অসুস্থ প্রতিযোগিতায় ভর্তি যুদ্ধে ব্যর্থতা প্রাযশই তাদের আত্মহত্যার মুখে ঠেলে দেয়। পিতা-মাতাদেরও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কটূক্তি সহ্য করতে হয়। এই সময়ে ভর্তি যোদ্ধাদের মানসিক স্বাস্থ্যের যতœ নেয়া জরুরি। পারিবারিক সমর্থন তাদের সবচেয়ে বেশি সাহস, প্রেরণা ও আত্মবিশ্বাস জোগায়।

কিন্তু ভুলেও রাগে বা কষ্টে ব্যর্থ ভর্তি যোদ্ধাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি আসন কখনোই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়।

তাদের সফলতার বিকল্প পথে অনুপ্রাণিত করুন। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেরা তাদের সামনে অতিরঞ্জিত করে দেখাবেন না। সহপাঠীদের প্রতি সদয় হোন। মহান ব্যক্তিদের জীবনী পড়লে দেখা যায়, তারা অসংখ্যবার ব্যর্থ হয়েছেন, তবুও হাল ছাড়েননি, অবশেষে সফল হয়েছেন। প্রতি বছর কিছু শিক্ষার্থী ভর্তিযুদ্ধে আসনসংখ্যার সীমাবদ্ধতার কাছে হেরে, না ফেরার দেশে চলে যাবে, এমন ঘটনা আর একটিও না ঘটুক।

এজন্য সহপাঠী, আত্মীয়-স্বজন, পরিবার, সমাজ সকলের সম্মিলিত যথার্থ পদক্ষেপ নিতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়।

আফিয়া সুলতানা একা

আরও খবর

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ , ২০ শ্রাবণ ১৪২৯ ৫ মহররম ১৪৪৪

অভিভাবকদের প্রত্যাশা

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রতি আসনের বিপরীতে অংশ নেয় কয়েকগুণ শিক্ষার্থী। তাই আসন সংখ্যার বেশি যোগ্য পরীক্ষার্থী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। কিন্তু প্রত্যেক পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন থাকে আকাশচুম্বী। কারণ তাদের শ্রম ও ব্যয় কম নয়।

এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় অসুস্থ প্রতিযোগিতায় ভর্তি যুদ্ধে ব্যর্থতা প্রাযশই তাদের আত্মহত্যার মুখে ঠেলে দেয়। পিতা-মাতাদেরও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কটূক্তি সহ্য করতে হয়। এই সময়ে ভর্তি যোদ্ধাদের মানসিক স্বাস্থ্যের যতœ নেয়া জরুরি। পারিবারিক সমর্থন তাদের সবচেয়ে বেশি সাহস, প্রেরণা ও আত্মবিশ্বাস জোগায়।

কিন্তু ভুলেও রাগে বা কষ্টে ব্যর্থ ভর্তি যোদ্ধাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি আসন কখনোই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়।

তাদের সফলতার বিকল্প পথে অনুপ্রাণিত করুন। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেরা তাদের সামনে অতিরঞ্জিত করে দেখাবেন না। সহপাঠীদের প্রতি সদয় হোন। মহান ব্যক্তিদের জীবনী পড়লে দেখা যায়, তারা অসংখ্যবার ব্যর্থ হয়েছেন, তবুও হাল ছাড়েননি, অবশেষে সফল হয়েছেন। প্রতি বছর কিছু শিক্ষার্থী ভর্তিযুদ্ধে আসনসংখ্যার সীমাবদ্ধতার কাছে হেরে, না ফেরার দেশে চলে যাবে, এমন ঘটনা আর একটিও না ঘটুক।

এজন্য সহপাঠী, আত্মীয়-স্বজন, পরিবার, সমাজ সকলের সম্মিলিত যথার্থ পদক্ষেপ নিতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়।

আফিয়া সুলতানা একা