রেলের ঘুম কি ভাঙবে না

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করা, সহজে টিকিট পাওয়া, সেবা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়ে তার এই প্রতিবাদ কর্মসূচি ইতোমধ্যেই সারা দেশের মানুষের নজর কেড়েছে। রনি বলেছেন ‘যদি দেশ ছাড়তে হচ্ছে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে নিজের শরীরে আগুন লাগিয়ে পুরে ফেলব, তবুও দেশ ছাড়ব না। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।” তবে সত্যিই যদি মহিউদ্দন রনি সেটি করে বা করতে বাধ্য হয়, তাহলে তা হবে দেশ ও ছাত্র আন্দোলনের জন্য খুবই মর্মান্তিক দৃষ্টান্ত।

আমরা প্রায়ই বলে থাকি আজকের তরুণ আগামীর বাংলাদেশ। অথচ গত কয়েক সপ্তাহ ধরে একজন আগামীর বাংলাদেশ বর্তমান বাংলাদেশকে ঠিক করতে যে আন্দোলন করছে সে ব্যাপারে আমরা উদাসীন। ’৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ- সব আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে ছিল তরুণরা। একজন তরুণ হিসেবে আমি বা আমরা কেউই কখনোই চাইনা যৌক্তিক আন্দোলনে ব্যর্থ হয়ে অকালে ঝড়ে যাক রনির মতো তাজা প্রতিবাদী প্রাণ। মুহিউদ্দিন রনির মতো সারা দেশে লাখ লাখ রনি আছে। আমরা সব রনির টগবগে প্রতিবাদী তারুণ্যকে আগামীর বাংলাদেশ গড়ার কাজে লাগাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া রনি আন্দোলন ছাড়বে না। তাই সবার প্রাণের দাবি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করা, সহজে টিকিট পাওয়া, সেবা বৃদ্ধিসহ ছয় দফা দাবি পূরণের আশ্বাস দিন। বাংলাদেশ রেলওয়েকে বাঁচান, রনিকে বাঁচান, তারুণ্যে ভরা ছাত্রদের পাশে দাঁড়ান।

মেহেদী হাসান নাঈম

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ , ২০ শ্রাবণ ১৪২৯ ৫ মহররম ১৪৪৪

রেলের ঘুম কি ভাঙবে না

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করা, সহজে টিকিট পাওয়া, সেবা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়ে তার এই প্রতিবাদ কর্মসূচি ইতোমধ্যেই সারা দেশের মানুষের নজর কেড়েছে। রনি বলেছেন ‘যদি দেশ ছাড়তে হচ্ছে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে নিজের শরীরে আগুন লাগিয়ে পুরে ফেলব, তবুও দেশ ছাড়ব না। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।” তবে সত্যিই যদি মহিউদ্দন রনি সেটি করে বা করতে বাধ্য হয়, তাহলে তা হবে দেশ ও ছাত্র আন্দোলনের জন্য খুবই মর্মান্তিক দৃষ্টান্ত।

আমরা প্রায়ই বলে থাকি আজকের তরুণ আগামীর বাংলাদেশ। অথচ গত কয়েক সপ্তাহ ধরে একজন আগামীর বাংলাদেশ বর্তমান বাংলাদেশকে ঠিক করতে যে আন্দোলন করছে সে ব্যাপারে আমরা উদাসীন। ’৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ- সব আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে ছিল তরুণরা। একজন তরুণ হিসেবে আমি বা আমরা কেউই কখনোই চাইনা যৌক্তিক আন্দোলনে ব্যর্থ হয়ে অকালে ঝড়ে যাক রনির মতো তাজা প্রতিবাদী প্রাণ। মুহিউদ্দিন রনির মতো সারা দেশে লাখ লাখ রনি আছে। আমরা সব রনির টগবগে প্রতিবাদী তারুণ্যকে আগামীর বাংলাদেশ গড়ার কাজে লাগাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া রনি আন্দোলন ছাড়বে না। তাই সবার প্রাণের দাবি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করা, সহজে টিকিট পাওয়া, সেবা বৃদ্ধিসহ ছয় দফা দাবি পূরণের আশ্বাস দিন। বাংলাদেশ রেলওয়েকে বাঁচান, রনিকে বাঁচান, তারুণ্যে ভরা ছাত্রদের পাশে দাঁড়ান।

মেহেদী হাসান নাঈম