শুক্রবার, ০৫ আগস্ট ২০২২, ২১ শ্রাবণ ১৪২৯ ৬ মহররম ১৪৪৪

সংযোগ বন্ধ না করেই কাজ বিদ্যুৎকর্মীর মৃত্যুতে তোপের মুখে পবিস

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে ইলেকট্রশিয়ান রবিউল ইসলাম খান (২৫) নামেক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিসহ উত্তোজিত জনতার তোপের মুখে পড়েছে বিদ্যুৎকর্মীরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউপি সদস্য মো. সাইদুর রহমান জানান, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারের একটি পোস্টে বিদ্যুতের লাইনের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে রবিউল ইসলাম খান (২৫) তার বুকের পাজরে পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। নিহত রবিউল ইসলাম খান ওই ইউনিয়নের বরইতলা গ্রামের শাহ আলম খানের ছেলে। দীর্ঘ ৩-৪ বছর ধরে সে এলাকায় ইলেকট্রশিয়ানের কাজ করতেন। তার দুই বছরের একটি শিশু কন্যা সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী মালা বেগম বলেন, মোরেলগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিস থেকে সকালে লোকজন এসে তার স্বামী রবিউল ইসলামকে লাইনের কাজ করানোর জন্য ডেকে নিয়ে যায়। বিদ্যুৎপোষ্টে ওঠে কাজ করার সময় সংযোগ বন্ধ করতে বলা হলে তারা বন্ধ করেনি বলে তার সাথে থাকা লোকজন তাকে জানিয়েছেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎতের মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এ বিএম মিজানুর রহমান বলেন, রবিউল ইসলাম খান ওই এলাকার একজন ইলেকট্রশিয়ান। বিদ্যুতের কাজ করার সময় তার দুর্ঘটনা ঘটে। বিষয়টি শুনে তাৎক্ষণিক অফিস থেকে লোক পাঠানো হয়েছে।

এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনা শুনে উত্তোজিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ , ২১ শ্রাবণ ১৪২৯ ৬ মহররম ১৪৪৪

সংযোগ বন্ধ না করেই কাজ বিদ্যুৎকর্মীর মৃত্যুতে তোপের মুখে পবিস

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে ইলেকট্রশিয়ান রবিউল ইসলাম খান (২৫) নামেক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিসহ উত্তোজিত জনতার তোপের মুখে পড়েছে বিদ্যুৎকর্মীরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউপি সদস্য মো. সাইদুর রহমান জানান, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারের একটি পোস্টে বিদ্যুতের লাইনের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে রবিউল ইসলাম খান (২৫) তার বুকের পাজরে পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। নিহত রবিউল ইসলাম খান ওই ইউনিয়নের বরইতলা গ্রামের শাহ আলম খানের ছেলে। দীর্ঘ ৩-৪ বছর ধরে সে এলাকায় ইলেকট্রশিয়ানের কাজ করতেন। তার দুই বছরের একটি শিশু কন্যা সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী মালা বেগম বলেন, মোরেলগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিস থেকে সকালে লোকজন এসে তার স্বামী রবিউল ইসলামকে লাইনের কাজ করানোর জন্য ডেকে নিয়ে যায়। বিদ্যুৎপোষ্টে ওঠে কাজ করার সময় সংযোগ বন্ধ করতে বলা হলে তারা বন্ধ করেনি বলে তার সাথে থাকা লোকজন তাকে জানিয়েছেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎতের মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এ বিএম মিজানুর রহমান বলেন, রবিউল ইসলাম খান ওই এলাকার একজন ইলেকট্রশিয়ান। বিদ্যুতের কাজ করার সময় তার দুর্ঘটনা ঘটে। বিষয়টি শুনে তাৎক্ষণিক অফিস থেকে লোক পাঠানো হয়েছে।

এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনা শুনে উত্তোজিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।