শুক্রবার, ০৫ আগস্ট ২০২২, ২১ শ্রাবণ ১৪২৯ ৬ মহররম ১৪৪৪

চিঠি : টেলিটকের নেটওয়ার্ক ভোগান্তি দূর করুন

টেলিটকের নেটওয়ার্ক ভোগান্তি দূর করুন

বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল সেবা অপারেটর হলো টেলিটক। অন্যান্য সকল মোবাইল অপারেটরের তুলনায় টেলিটকে কল রেট ও ডেটায় সাশ্রয় বেশি থাকা সত্ত্বেও তা ব্যবহারে প্রতিনিয়তই ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। দুর্বল নেটওয়ার্কের জাঁতাকলে সঠিক সেবা না পেয়ে দিন দিন টেলিটক ব্যবহারে আস্থা হারাচ্ছে গ্রাহক। জেলা শহরগুলোতে মোটামুটি মানের নেটওয়ার্ক পাওয়া গেলেও গ্রামাঞ্চলে ২জি সেবাও পাওয়া যায় না। যে কারণে বাধ্য হয়েই গ্রামের গ্রাহকরা অন্য কোম্পানির সিম ব্যবহার করেন।

টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী হলে একদিকে যেমন বাড়বে এর ব্যবহার ফলে এতে ভর্তুকি দিতে হবে না, অন্যদিকে এখান থেকে সরকারও পাবে বড় অঙ্কের রাজস্ব। তাই টেলিটকের নেটওয়ার্ক সেবার মান উন্নয়ন করার জন্যে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

দেলোয়ার হোসেন রনি

শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য

সম্প্রতি দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর চালানো এক গবেষণায় উঠে এসেছে প্রায় ২৮ শতাংশ শিক্ষার্থীর মাথায় জীবনের কোন না কোন সময়ে আত্মহত্যার চিন্তা এসেছে। উচ্চশিক্ষার এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৪৪ শতাংশ শিক্ষার্থী চরম দুশ্চিন্তায় ভুগছেন। উচ্চশিক্ষায় অধ্যয়নরতরা যেখানে দেশের ভবিষ্যৎ, সেখানে তাদের উল্লেখযোগ্য অংশের এমন চিন্তাধারা আমাদের জন্য অশনীসংকেত বলা যায়।

আত্মহত্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। কোন কারণে আবেগ প্রবণ হয়ে যাওয়া, পারিবারিক দূরত্ব, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংংের শিকার, রাজনৈতিক চাপ, ভালো বন্ধুর অভাব, মাদকাসক্ত হয়ে যাওয়া, প্রেমে ব্যর্থতা বা মনোমালিন্য, সামাজিক ও অর্থনৈতিক চাপ এবং হতাশা-বিষণ্নতার কারণে সাধারণত তারা আত্মহত্যা করে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আত্মহত্যা প্রতিরোধে আমাদের সচেষ্ট হতে হবে। তাদের প্রতি পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে।

মিজানুর রহমান মিজান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

পুরোহিত প্রশিক্ষণ একাডেমি প্রয়োজন

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য পুরোহিত প্রশিক্ষণ একাডেমি চালু করা প্রয়োজন। একাডেমির মাধ্যমে পুরোহিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে পুরোহিত, যজমান, মন্ডবী, সেবাইতদের উচ্চতর ধর্মীয় জ্ঞান বৃদ্ধি ও সামাজিক উন্নয়নমূলক বিষয়ের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে পুরোহিত ও সেবাইতরা নিজ নিজ এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে ভূমিকা পালন করবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের নেতৃত্ব প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে। পুরোহিত ও সেবাইতরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান মন্দিরে আগত দর্শনার্থীদের মাঝে প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে দেশ ও জাতির উৎকর্ষ সাধন করবে। হিন্দুধর্মীয় আইন ও পূজা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পূজা পার্বনের একটি সর্বজনস্বীকৃত পূজা পদ্ধতি প্রতিষ্ঠিত করতে হবে। যার ফলে পূজার নিয়মকানুন সঠিকভাবে জানানো যাবে।

পুরোহিত প্রশিক্ষণ প্রদান করার পর পুনরায় ফলোআপ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রাপ্তদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখছে তার মূল্যয়ন, আরো দক্ষতা বৃদ্ধিকল্পে পরামর্শ প্রদানের জন্য রিফ্রেসার্স প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া পুরোহিত, যজমান, মন্ডবী, সেবাইতদের বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সংস্কৃত বোর্ডের কাব্যতীর্থ ও পৌরহিত্য বিষয়ে উপাধি ডিগ্রি প্রদানের জন্য ‘পুরোহিত প্রশিক্ষণ একাডেমি’ চালু করা প্রয়োজন।

রিপন কুমার দাস

ট্রেড ইন্সট্রাক্টর, ডোনাভান মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালএ

আরও খবর

শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ , ২১ শ্রাবণ ১৪২৯ ৬ মহররম ১৪৪৪

চিঠি : টেলিটকের নেটওয়ার্ক ভোগান্তি দূর করুন

টেলিটকের নেটওয়ার্ক ভোগান্তি দূর করুন

বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল সেবা অপারেটর হলো টেলিটক। অন্যান্য সকল মোবাইল অপারেটরের তুলনায় টেলিটকে কল রেট ও ডেটায় সাশ্রয় বেশি থাকা সত্ত্বেও তা ব্যবহারে প্রতিনিয়তই ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। দুর্বল নেটওয়ার্কের জাঁতাকলে সঠিক সেবা না পেয়ে দিন দিন টেলিটক ব্যবহারে আস্থা হারাচ্ছে গ্রাহক। জেলা শহরগুলোতে মোটামুটি মানের নেটওয়ার্ক পাওয়া গেলেও গ্রামাঞ্চলে ২জি সেবাও পাওয়া যায় না। যে কারণে বাধ্য হয়েই গ্রামের গ্রাহকরা অন্য কোম্পানির সিম ব্যবহার করেন।

টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী হলে একদিকে যেমন বাড়বে এর ব্যবহার ফলে এতে ভর্তুকি দিতে হবে না, অন্যদিকে এখান থেকে সরকারও পাবে বড় অঙ্কের রাজস্ব। তাই টেলিটকের নেটওয়ার্ক সেবার মান উন্নয়ন করার জন্যে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

দেলোয়ার হোসেন রনি

শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য

সম্প্রতি দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর চালানো এক গবেষণায় উঠে এসেছে প্রায় ২৮ শতাংশ শিক্ষার্থীর মাথায় জীবনের কোন না কোন সময়ে আত্মহত্যার চিন্তা এসেছে। উচ্চশিক্ষার এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৪৪ শতাংশ শিক্ষার্থী চরম দুশ্চিন্তায় ভুগছেন। উচ্চশিক্ষায় অধ্যয়নরতরা যেখানে দেশের ভবিষ্যৎ, সেখানে তাদের উল্লেখযোগ্য অংশের এমন চিন্তাধারা আমাদের জন্য অশনীসংকেত বলা যায়।

আত্মহত্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। কোন কারণে আবেগ প্রবণ হয়ে যাওয়া, পারিবারিক দূরত্ব, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংংের শিকার, রাজনৈতিক চাপ, ভালো বন্ধুর অভাব, মাদকাসক্ত হয়ে যাওয়া, প্রেমে ব্যর্থতা বা মনোমালিন্য, সামাজিক ও অর্থনৈতিক চাপ এবং হতাশা-বিষণ্নতার কারণে সাধারণত তারা আত্মহত্যা করে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আত্মহত্যা প্রতিরোধে আমাদের সচেষ্ট হতে হবে। তাদের প্রতি পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে।

মিজানুর রহমান মিজান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

পুরোহিত প্রশিক্ষণ একাডেমি প্রয়োজন

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য পুরোহিত প্রশিক্ষণ একাডেমি চালু করা প্রয়োজন। একাডেমির মাধ্যমে পুরোহিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে পুরোহিত, যজমান, মন্ডবী, সেবাইতদের উচ্চতর ধর্মীয় জ্ঞান বৃদ্ধি ও সামাজিক উন্নয়নমূলক বিষয়ের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে পুরোহিত ও সেবাইতরা নিজ নিজ এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে ভূমিকা পালন করবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের নেতৃত্ব প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে। পুরোহিত ও সেবাইতরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান মন্দিরে আগত দর্শনার্থীদের মাঝে প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে দেশ ও জাতির উৎকর্ষ সাধন করবে। হিন্দুধর্মীয় আইন ও পূজা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পূজা পার্বনের একটি সর্বজনস্বীকৃত পূজা পদ্ধতি প্রতিষ্ঠিত করতে হবে। যার ফলে পূজার নিয়মকানুন সঠিকভাবে জানানো যাবে।

পুরোহিত প্রশিক্ষণ প্রদান করার পর পুনরায় ফলোআপ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রাপ্তদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখছে তার মূল্যয়ন, আরো দক্ষতা বৃদ্ধিকল্পে পরামর্শ প্রদানের জন্য রিফ্রেসার্স প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া পুরোহিত, যজমান, মন্ডবী, সেবাইতদের বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সংস্কৃত বোর্ডের কাব্যতীর্থ ও পৌরহিত্য বিষয়ে উপাধি ডিগ্রি প্রদানের জন্য ‘পুরোহিত প্রশিক্ষণ একাডেমি’ চালু করা প্রয়োজন।

রিপন কুমার দাস

ট্রেড ইন্সট্রাক্টর, ডোনাভান মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালএ